হোম /খবর /দেশ /
পুরুলিয়ায় এবার কোভিড হাসপাতাল হতে চলেছে

পুরুলিয়ায় এবার কোভিড হাসপাতাল হতে চলেছে

পুরুলিয়ায় এবার কোভিড হাসপাতাল হতে চলেছে l পরিকাঠামো দেখতে আজকে পুরুলিয়ায় আসেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড বিভাগের দায়িত্বে থাকা (OSD) গোপাল কৃষ্ণ ঢালী l

  • Share this:

#পুরুলিয়া: পুরুলিয়ায় এবার কোভিড হাসপাতাল হতে চলেছে l পরিকাঠামো দেখতে আজকে পুরুলিয়ায় আসেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড বিভাগের দায়িত্বে থাকা (OSD) গোপাল কৃষ্ণ ঢালী l আজ জেলাশাসকের দপ্তরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন এ বিষয়ে l তারপর কোভিড বিভাগ সরেজমিনে খতিয়ে দেখতে পুরুলিয়া সদর হাসপাতালের কোভিড বিভাগে যান l সঙ্গে ছিলেন জেলাশাসক রাহুল মজুমদার, পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের MSVP সুকোমল বিষয়ী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল দত্ত ছাড়াও জেলার স্বাস্থ্য আধিকারিকেরা l কোভিড হাসপাতাল পরিদর্শনের পরই একটি বেসরকারি হাসপাতালের পরিকাঠামো পরিদর্শনে যান বিশেষ দলটি lজেলায় দিনে দিনে বাড়ছে করোনা সংক্ৰমণ l গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২১ জন l জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৭৯ জন, এরই মধ্যে কোরোনা মুক্ত হয়ে উঠেছেন ৫০৭ জন l এই মুহূর্তে পুরুলিয়া সদর হাসপাতালে কোভিড বিভাগ থাকলেও তা স্টেজ 1 ও স্টেজ 2 ফলে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এখনও পাঠাতে হয় বাঁকুড়ার ওন্দা কোভিড হাসপাতালে l পুরুলিয়ায় দ্রুত সম্পূর্ণ কোভিড হাসপাতাল হতে চলেছে  l আর সেই বিষয়গুলি খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড বিভাগের দায়িত্বে থাকা (OSD) গোপাল কৃষ্ণ ঢালী আজ পুরুলিয়ায় আসেন l তিনি জানান, সম্পূর্ণ কোভিড হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে জেলায় l কোভিড হাসপাতাল করার জন্য যে পরিকাঠামো প্রয়োজন তা নিশ্চিত হলেই কোভিড হাসপাতালটি গড়ে তোলা হবে ৷

Published by:Akash Misra
First published:

Tags: Coronavirus