#পুরী: ওড়িশার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের সামনে ঝরল রক্ত৷ জগন্নাথ মন্দিরের পূজারীর ছেলেকে গুলি মেরে হত্যার ঘটনা ঘটল৷ এই হত্যার ঘটনায় তদন্ত করতে নেমে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়৷ পুলিশ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করে নিয়েছে৷ জেলা এসপি বিশাল সিং জানিয়েছেন হত্যার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ প্রথম ছষ্টয়া -র হত্যার কারণ ব্যক্তিগত শত্রুতা বলা হচ্ছে৷ মন্দিরের পূজারির ছেলে হত্যার সূচনা পাওয়ার পরেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়৷ আর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷
এই ঘটনার পরে পুরীতে একেবার চাঞ্চল্যের স্রোত বয়ে গেছে৷ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে৷ পুলিশের হেফাজতে প্রশ্ন করা হবে৷ গুলি চালিয়ে হত্যার পর ঘটনাস্থলে প্রচুর ভিড় জমে যায়৷
আরও পড়ুন - School Massacre: মর্মান্তিক! আমেরিকায় ফের ছোটদের স্কুলে বেধড়ক গুলি বন্দুকবাজের, মৃত ২১
ঘটনার পর ঘটনাস্থলে লোকের ভিড় একত্রিত হয়ে যায় ৷ হত্যা এই মামলার পুলিশ সতর্কতা দেখিয়ে আরোপীদের নিজেদের কাছে নিয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করেছে৷ মামলার তদন্ত জারি রয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Puri, Puri Jagannath Temple