মন্দিরের উন্নয়নের জন্যই কাজ। আর সেই কাজের জন্যই পুরীর জগন্নাথ মন্দিরের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞমহল।
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ওড়িশা সরকারকে সতর্ক করেছে ইতিমধ্যে। বর্তমানে পুরীতে হেরিটেজ করিডর প্রকল্পের কাজ চলছে। তাতেই মন্দিরের ক্ষতি হতে পারে।
ইন্টারন্যাশনাল হেরিটেজ সেন্টার হিসেবে পুরীর জগন্নাথ মন্দিরকে গড়ে তোলা হবে। সেই মতো অর্থ বরাদ্দ করেছে ওড়িশা সরকার।
মন্দির চত্বরে এখন ভারি যন্ত্রপাতি দিয়ে কাজ চলছে। আর তা থেকে উত্পন্ন কম্পনের জেরে মন্দিরের ক্ষতি হতে পারে বলে সতর্ক করল আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া।
প্রশাসন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ খারিজ করেছে। তবে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে, মন্দিরের পাঁচিলে ফাটল ধরতে পারে যে কোনও সময়।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।