#আগরতলা : ত্রিপুরার মুখ্যমন্ত্রী একাধিক সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে শিরোনাম ছিনিয়ে নিয়েছেন ৷ ফের একবার তিনি এমন মন্তব্য করলেন যা নিয়ে আলোচনা গোটা দেশে ৷এবার বিপ্লব দেবের মন্তব্যের তির বিদ্ধ করেছে পঞ্জাবি ও জাঠদের ৷ বাঙালিদের প্রশংসা করতে গিয়ে ভারতের অন্য প্রদেশের বাসিন্দাদের হেয় করেছেন তিনি এমনটাই অভিযোগ ৷
তিনি বলেছিলেন পঞ্জাবি ও জাঠরা শারীরিক ভাবে সক্ষম হয় কিন্তু বাঙালিদের তুলনায় কম বুদ্ধিসম্পন্ন হন ৷
ভারতের বিভিন্ন প্রদেশের মানুষরা নিজের নিজের মতো হন , তাদের এক এক প্রজাতির নিজস্ব কিছু বৈশিষ্ট্যও আছে ৷ বিজেপি -র এই নেতা আগরতলা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ৷ বিপ্লব দেব বাঙালি বুদ্ধির প্রশংসা করতে গিয়ে পঞ্জাবিদের বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন ৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই কথার ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷
তিনি নিজের মন্তব্যে বলেছিলেন, ‘বাংলা ও বাঙালিদের সম্পর্কে এটা বলা হয় যে কোনও বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে তাঁদের চ্যালেঞ্জ করা উচিত নয় ৷ বাঙালিরা দারুণ বুদ্ধিমান হয়, এটাই তাঁদের চরিত্রের বৈশিষ্ট্য ৷ ’
কিন্তু পঞ্জাবি ও জাঠরা তাঁদের শারীরিক শক্তির জন্য পরিচিত ৷ এরপর তিনি বলেন , ‘যখন আমরা পঞ্জাবের মানুষদের নিয়ে কথা বলি তখন আমারা ও একজন পঞ্জাবি -সর্দার ৷ ওদের বুদ্ধি হয়ত কম হয় কিন্তু ওঁরা খুব শক্তিশালী হয় ৷ ওঁদের সঙ্গে শক্তির লড়াইতে কেউ জিততে পারে না তবে ভালোবাসা ও স্নেহ দিয়ে পারে ৷ বড় সংখ্যায় জাঠরা হরিয়ানায় থাকে ৷ তাই মানুষ জাঠদের সম্পর্কে কী বলে , ওঁরা কম বুদ্ধিসম্পন্ন কিন্তু দারুণ স্বাস্থ্যবান ৷ যদি কোনও জাঠকে চ্যালেঞ্জ করা হয় তাহলে সে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসবে ৷ ’
কংগ্রেস ত্রিপুরা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে লজ্জাজনক ও দুর্ভাগ্যপূর্ণ বলে মন্তব্য করেছে ৷ কংগ্রেেসর মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা বলেছেন, ‘দেব পঞ্জাবের শিখ ভাইদের এবং হরিয়ানার জাঠ ভাইদের অসম্মান করেছেন৷ তিনি বলেছেন এটা বিজেপির ছোট মানসিকতার পরিচয় ৷ খট্টরজি ও দুষ্যন্ত চৌতালা কেন নীরব , মোদিজী ও নাডাজী কোথায়?ক্ষমা চান ও ব্যবস্থা নিন৷ ’
ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি দাবি করেছিলেন স্যাটেলাইট ও টেলিভিশন মহাভারতের সময়েও ছিল৷ কী করে ডায়না হেডেন বিশ্বসুন্দরী হন এই যোগ্যতামান নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।