নিজের ঘরের কথা মনে পড়ছিল তাঁর৷ আন্দোলন ছেড়ে পঞ্জাবে ফিরে যাননি হরপ্রীত৷ যে ট্রাকে করে তিনি এসেছিলেন দিল্লিতে, সেই ট্রাকটিকেই বানিয়ে নিয়েছেন নিজের ঘর৷ সোফা থেকে শুরু করে বিছানা, টিভি ও পোর্টেবল টয়েলেটও রয়েছে সেখানে৷
#নয়াদিল্লি:দিল্লির সিংঘু সীমান্তে কৃষক আন্দোলন অব্যাহত৷ সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি আজও৷ যার নিটফল দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানীতে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন৷
দিল্লিতে আন্দোলনের জন্য এক মাসের ওপর নিজের ঘরের বাইরে জলন্ধরের কৃষক হরপ্রীত সিং মত্তু৷ নিজের ঘরের কথা মনে পড়ছিল তাঁর৷ আন্দোলন ছেড়ে পঞ্জাবে ফিরে যাননি হরপ্রীত৷ যে ট্রাকে করে তিনি এসেছিলেন দিল্লিতে, সেই ট্রাকটিকেই বানিয়ে নিয়েছেন নিজের ঘর৷ সোফা থেকে শুরু করে বিছানা, টিভি ও পোর্টেবল টয়েলেটও রয়েছে সেখানে৷ ঠিক যেন একটা ভ্যানিটি ভ্যান৷ এমনটাই রিপোর্ট সংবাদ সংস্থা এএনআই-এর৷
Delhi: Jalandhar based farmer protesting at Sighu border turns a truck container into a residence
"I came here on Dec 2 to do langar sewa. I left all my work & served for 7 days at Singhu border. I felt homesick & then decided to turn a truck into a makeshift apartment," he says pic.twitter.com/FIsmkzeJS7
— ANI (@ANI) January 2, 2021
হরপ্রীত বলছেন, "আমি ২ ডিসেম্বর এখানে এসেছি৷ আমার বড় ভাই আমেরিকায় রয়েছে৷ ও আমায় বলেছিল কৃষকদের সেবা করতে৷ আমি সব কাজ ফেলে এখানে চলে আসি৷ সিংঘু সীমান্তে সাতদিন ছিলাম৷ প্রথমে আমার পাঁচটি ট্রাক এখানে এসেছিল৷ এরপর আমি হোটেলে ফিরে গিয়ে যাই৷ ওখানে গিয়ে আমার বাড়ির কথা মনে পড়ত৷ তখনই ভাবলাম, ট্রাকটিকেই বাড়ি করে নিলে কেমন হয়!" হরপ্রীত জানিয়েছেন তাঁর বন্ধুরা আর তিনি মিলে দেড় দিনে ট্রাকের মধ্যে বাড়ি বানিয়ে নেন৷ এখন হরপ্রীতের সঙ্গে তাঁর স্ত্রী, ছেলে আর ভাইপো রয়েছেন এখানে৷ সিংঘু সীমান্তে তাঁর ৮০-৯০ জন সহকারিও আছে৷ তাঁরা সকলে মিলে একটি লঙ্গর চালু করেছেন৷ যেখানে ২৪ ঘণ্টা কৃষক ও পথ চলতি মানুষের জন্য চা ও স্ন্যাক্সসের আয়োজন করা হয়েছে৷ তাঁর দাবি প্রতিদিন ১০ হাজার মানুষ এই লঙ্গরে আসেন৷