#পঞ্জাব: এখন ডিজিটালের যুগ! নিমেষে বিশ্বের এ'প্রান্ত থেকে ও'প্রান্তে পৌঁছে যাচ্ছে কনটেন্ট! গুণমানের ওপর নির্ভর করে তা ভাইরালও হচ্ছে! কোটি কোটি লাইক, শেয়ার, ভিউ! যেমন এইমুহূর্তে নেটদুনিয়ায় কাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন পঞ্জাবের এক বৃদ্ধ কৃষক দম্পতি! ১৯৬২ সালে লতা মঙ্গেশকর ও মহম্মদ রফির গাওয়া হিন্দি সিনেমার একটি জনপ্রিয় গান রাতারাতি তাঁদের বিখ্যাত করে তুলল।দম্পতির গাওয়া গানের তারিফ করেছেন খোদ জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা রেখা ভরদ্বাজও। তিনি লিখেছেন, '' দম্পতির গাওয়া গান আমার সকালটা সুন্দর করে তুলল'!
শুনুন সেই গান...
ভিডিওটিতে দেখা যাচ্ছে, চাষের জমিতে, গাছের তলায় দাঁড়িয়ে কৃষক দম্পতি গাইছেন ১৯৬২ সালের হিন্দি ছবি ‘প্রফেসর’ -এর ‘আওয়াজ দেকে হামে তুম বুলাও’, তাঁদের সঙ্গী হয়েছেন পরিবারের বাকি সদস্যরাও।फुर्सत के क्षणो मे किसान भाई खेतो मे इस तरह मस्ती करते हैंऐक बात काबिले गौर हैं कि माननिया @mangeshkarlata दीदी के युगल गाने को जिस तरह निभाया है,बहुत प्रशंसनीय है,आप भी देखिए..@Singer_kaushiki @desi_thug1@VertigoWarrior@AarTee03 @SureshM46 @pooran775@Anilthesoldier pic.twitter.com/PMjvJs99CS
— Jitendra S Jorawat (@sighspeaks) June 22, 2020