#অমৃতসর: পঞ্জাবের (Punjab assembly election 2022) মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Captain Amarinder Singh) বুধবার মধ্যাহ্নভোজে দেখা করছেন প্রাক্তন মন্ত্রী নভজোত সিং সিধুর (Navjot Singh Sidhu) সঙ্গে৷ সূত্রদের কথা অনুযায়ি ২০২২ -র বিধানসভা নির্বাচনে বড় ভূমিকা নিতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার৷ তাই তাঁকে বড় দায়িত্ব দেওয়া হচ্ছে৷ সিধুকে কংগ্রেসের ডেপুটি সিএম অর্থাৎ উপ মুখ্যমন্ত্রী পদ দেওয়া হতে পারে৷
দুই নেতার মধ্যে মধ্যাহ্ন ভোজে দ্বিতীয় সাক্ষাৎকার৷ যাতে দু’পক্ষের মধ্যের ভুল বোঝাবুঝি দূর করার জোর চেষ্টা চলছে৷ এটা সম্পর্ক শুধরে নেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে৷ প্রথম মধ্যাহ্ন ভোজে -র পর অমরিন্দর সিং জানিয়েছিলেন এরকম সাক্ষাৎ এখন থেকে তাঁদের মধ্যে জারি থাকবে৷
২০১৯ সালে সিধুর থেকে স্থানীয় একটি মন্ত্রক ফিরিয়ে নেওয়া হয়৷ তারপরেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার৷ এরপর কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর মান ভাঙানোর চেষ্টা করেন৷ এই অবস্থায় দুই নেতার মধ্যের সাক্ষাৎকারকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ওয়াকিবহাল মহল৷ কংগ্রেসের নেতা তথা পঞ্জাবের হরিশ রাওয়াত সিন্ধুকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন৷ রাওয়াত সিধুর সঙ্গে ১০ মার্চ দেখা করেছেন৷ সিধু জানিয়েছিলেন হরিশ রাওয়াত তাঁকে ডেকেছিলেন তাঁদের বৈঠক সফল ছিল৷
যখন সিধু অমরিন্দর সিং -র সরকার থেকে বাইরে গিয়েছিলেন তখন থেকেই কংগ্রেস তাঁর সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে৷ সিধু-র রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো৷ তাঁকে সামনের ভোটের জন্য প্রধান মুখ হিসেবে দেখছে পার্টি৷ তাঁদের ধারণা পার্টির কাজে ভালোভাবে সাহায্য করতে পারে৷ সর্বভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া অনুযায়ি রাজ্য নেতৃত্বের মন না রেখেও সিধুকে বড় দায়িত্ব দেওয়া হতে পারে৷