পুণে: সত্যি মানুষ কত কী না করে একটা বিয়ের জন্য ! সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিও দেখে এমনটাই যে কারোর মাথায় আসবে ৷ ঘোড়া বা হাতির পিঠে চেপে বিয়ে করতে অনেকেই গিয়েছেন ৷ কিন্তু গাড়ির বনেটের উপর কনেকে বসিয়ে নিয়ে যাওয়ার ঘটনা এর আগে কেউ দেখেছেন কী না, কেউ মনে করতে পারছে না ৷ পুণে থেকে সাসওয়াদ যাচ্ছিলেন পাত্রী এবং তাঁর পরিবার ৷ ঘোড়ায় চেপে বরযাত্রী নিয়ে বর বিয়ে করতে যায় ৷ কিন্তু এ ক্ষেত্রে উল্টোটাই ঘটল ৷ এত কাণ্ড করেই নিজের বিয়ের আসরে ‘এন্ট্রি’ নেবেন বলে পরিকল্পনা ছিল ওই তরুণীর ৷ সেই দৃশ্য আবার ক্যামেরায় শ্যুটও করা হয়েছে ৷ তাই ভিডিওটি ভাইরাল না হয়ে আর যায় কোথায় !
তবে এত কিছু আয়োজনের পরেও গোটা বিষয়টা খুব একটা সুখের হল না ওই তরুণীর জন্য ৷ কারণ গাড়ির বনেটে চেপে রাস্তায় বেরনোর জন্য মোটর ভেহিকেল আইনে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর পাশাপাশি গাড়ির ভিতরে থাকা কনে যাত্রীদের এবং যিনি ভিডিওটি শ্যুট করছিলেন, তাদের প্রত্যেককেই গ্রেফতার করেছে পুলিশ ৷ কোভিড আবহে এমন অদ্ভূত ঘটনায় অবাক পুলিশ আধিকারিকরাও !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video