#নয়াদিল্লি: সীমান্তে শর্ত লঙ্ঘন করেছে চিন। ভারত আরও একবার মুখের মতো জবাব দিল। মুখের ওপর দরজা বন্ধ করা হল আরও ১১৮ টি চিনা অ্যাপের।এই ডিজিটাল স্টাইকের কবলে পড়েছে জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজিও। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়ে দিয়েছে ৬৯ এ ধারায় এই অ্যাপগুলি ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে দেশের সুরক্ষা ও অখণ্ডতার স্বার্থে।
এই আবহে অনেকই প্রশ্ন করছে পাবজি তো দক্ষিণ কোরিয়ার সংস্থা। কী ভাবে তা দেশের সার্বভৌমত্ব নষ্ট করে। পাবজির চিন যোগটাই বা কোথায়?
উত্তর হল রয়েছে। গভীর যোগ রয়েছে পাবজি এবং চিনের। পাবজি তৈরি করেছে পাবজি কর্পোরেশন। এই সংস্থাটি দক্ষিণ কোরিয়ার। সংস্থাটির অতীতে নাম ছিল গিনো গেমস। এখন এই ইন্টারনাল গেম স্টুডিওটি, যার বাজারে পরিচিতি ব্লু হোল স্টুডিও নামে, চলছে ক্রাফটন গেম ইউনিয়নের ভর্তুকিতে। এই ক্রাফটন গেম ইউনিয়ন দক্ষিণ কোরিয়ারারই সিওনগনাম অঞ্চলে অবস্থিত। শুধু পাবজিই নয়, এই সংস্থা এনমাস স্টুডিও, ডিলিউসান স্টুডিও, রেড সাহারা স্টুডিও নামক সংস্থাগুলিকেও ভর্তুকি দিয়ে সাহায্য করে। এরাই সব বিশ্বমানের গেম তৈরি করে, গেমিং দুনিয়ার ঈশ্বর বলতে এদেরকেই বোঝায়।
দেখা যাচ্ছে এই ব্লু হোল স্টুডিও সংস্থার ১.৫ শতাংশ শেয়ার রয়েছে চিনা টেক জায়ান্ট টেনসেন্টের কাছে। ২০১৭ সালে চিনেই পাবজি নিষিদ্ধ হয়। এরপরেই আসরে নামে টেনসন্ট। তাঁরা পাবজির একটি চিনা সংস্করণ তৈরি করার প্রস্তাব নিয়ে আসেন। ২০১৮-এর মধ্যেই তৈরি হয়ে যায় পাবজির মোবাইল সংস্করণ পাবজি মোবাইল। টেনসেন্টের লোগোও রয়েছে তাতে। ফলে পাবজি মোবাইলের চিন যোগ নেহাত কম নয়। বলা চলে নিবিড়। এবং অনেকেই পাবজি এবং পাবজি মোবাইলের মধ্যে ফারাকটা গুলিয়ে ফেলেন। মোবাইলে মোবাইলে বিপুল বেগে ঘুরতে থাকে পাবজির চিনা সংস্করণটি। এই অ্যাপ ব্যবহার করে বিদেশে রাখা সার্ভারের সঙ্গে ব্যবহারকারীদের তথ্য পাচার করা হচ্ছিল বলেও অভিযোগ রয়েছে। তাই জনস্বার্থের পরিপন্থী এই যুক্তিতেই পাবজির 'ভারতভ্রমণ' এবার বন্ধ হল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PUBG, PUBG Banning