প্রভিডেন্ট ফান্ডের টাকা তুললেই দিতে হবে আয়কর

এবার থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুললে এর জন্য আপনাকে আয়করও দিতে হবে ৷ ১ এপ্রিল থেকেই চালু হয়ে যাচ্ছে এই নিয়ম ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি:  প্রভিডেন্ট ফান্ড ৷ চাকরি ছাড়ার পর এই একটা জিনিস সবারই খুব পছন্দের ৷ কারণ কাজের সময়সীমা এবং বেতনের উপর ভিত্তি করে বেশ মোটা একটা টাকা সরাসরি পড়ে যায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৷ কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এদিন সংসদে বাজেটে যা ঘোষণা করলেন, তা মধ্যবিত্ত পরিবারের চাকরিজীবীদের মাথায় হাত পড়ার জন্য যথেষ্ট ৷ কারণ এবার থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুললে এর জন্য আপনাকে আয়করও দিতে হবে ৷ ১ এপ্রিল থেকেই চালু হয়ে যাচ্ছে এই নিয়ম ৷ ইপিএফ নিয়ে নতুন নিয়ম কী ? এবার থেকে পিএফ-এর যতো টাকা তুলবেন, আয়কর দিতে হবে তার ৬০ শতাংশের উপর ৷ বাকি ৪০ শতাংশের উপর অবশ্য আয়কর দিতে হবে না আপনাকে ৷ এতদিন প্রভিডেন্ট ফান্ড তোলার ক্ষেত্রে অন্তত কোনও আয়কর দিতে হত না ৷ সরকারি-বেসরকারি মিলিয়ে এইমুহূর্তে প্রায় ৬ কোটি কর্মচারী ইপিএফ-এর আওতায় রয়েছেন ৷ তাই যদি চাকরি সদ্য ছেড়ে থাকেন তাহলে চটজলদি তুলে নিন আপনার পিএফ-এর টাকা ৷ না হলে খুব প্রয়োজন না পড়লে ইপিএফ করুন ট্রান্সফার ৷ এছাড়া নতুন নিয়ম অনুযায়ী সরকারি কর্মচারীকা এখন থেকে ৫৪ বছর বয়স হওয়ার পর প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার আবেদন করতে পারবেন না। এর জন্য তাঁকে ৫৭ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে কিছুদিন আগেই জানিয়েছে ইপিএফও। পুরনো নিয়ম অনুসারে ৫৪ বছর হলেই ৯০ শতাংশ টাকা তোলার আবেদন করা যেত।

    First published:

    Tags: Arun Jaitley, EPFO, General Budget 2016, Income Tax, Provident Fund