#কোকড়াঝাড়: পৃথক কামতাপুর রাজ্য তৈরির আজ অসমের কোকরাঝাড়ে রেল অবরোধ। অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়নের ডাকা ১২ ঘণ্টার রেল অবরোধে ভোগান্তি। ভোর পাঁচটা থেকে শুরু হওয়া রেল অবরোধের জেরে আগাম সতর্কতা নিয়েছে রেল। বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে উত্তর-পূর্ব রেল। বাতিল করা হয়েছে, আপ ও ডাউন কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস, রঙ্গিয়া-এনজেপি বিজি প্যাসেঞ্জার ও ধুবরি ইন্টারসিটি এক্সপ্রেস। এছাড়াও একাধিক প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। পরিষেবা বিঘ্নিতের আশঙ্কা উত্তরপূর্ব রেলওয়ের
বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন ৷ আপ তিরুঅনন্তপুরম এক্সপ্রেস দাঁড়িয়ে ফকিরাগ্রাম স্টেশনে ৷ আপ দাদর এক্সপ্রেস দাঁড়িয়ে কামাখ্যাগুড়ি স্টেশনে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kokrajhar, Protestors block railway tracks, Railway Block