#নয়াদিল্লি: দিন দিন বেড়েই চলেছে কৃষক আন্দোলনের তেজ ৷ এবার ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে ৩ ঘণ্টা চাক্কাজামের ডাক দিল কৃষক সংগঠনগুলি৷ কৃষকরা যে জায়গায় আন্দোলন করছেন তার নিকটবর্তী এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া এবং তাদের উপরে হওয়া অত্যাচারের এবং অন্যান্য সমস্যার প্রতিবাদের জেরে চাক্কাজামের সিদ্ধান্ত নিয়েছে ৷
কৃষক সংগঠনের নেতাদের তরফে জানানো হয়েছে, ফেব্রয়ারির ৬ তারিখ দুপুর ১২ টা থেকে ৩টে পর্যন্ত রাস্তা অবরোধ করা হবে ৷ তাঁদের দাবি কেন্দ্রীয় বাজেটে কৃষকদের বিষয়টি অবহেলা করা হয়েছে ৷ বিক্ষোভ স্থলে জল ও পাওয়ার সাপ্লাই কম করে দেওয়ায় এবং মোবাইল টয়লেট ব্লক সরিয়ে নেওয়া হয়েছে ৷
এছাড়া কিষাণ মোর্চার ট্যুইটার হ্যান্ডেল 'Tractor2Twitter' এর উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব আরও অভিযোগ জানিয়েছেন যে ট্যুইটার অ্যাকাউন্টের বিরুদ্ধে তদন্ত সরকারি আধিকারিকদের অনুরোধে করা হয়েছে ৷ তিনি আরও দাবি করেছেন যে এই বাজেটে কৃষি ক্ষেত্রে বরাদ্দ কম করে দেওয়া হয়েছে ৷
দিল্লি সীমান্তে বিক্ষোভকারী কৃষকরা সোমবার জানিয়েছেন, তাদের একটাই দাবি নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে সরকারকে এবং কেন্দ্রীয় বাজেটে কৃষি ক্ষেত্রে কী বরাদ্দ করা হয়েছে তা নিয়ে তাদের কোনও মাথা ব্যাথা নেই ৷ আন্দোলন স্থলে ইন্টারনেট না থাকায় বেশিরভাগ কৃষকরা বাজেটে কী বলা হয়েছে সে বিষয়ে জানেন না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farmers Protest