#গুয়াহাটি: নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল অসম । আজ সিটিজেনশিপ অ্যামেনমেন্ড বিলের প্রতিবাদে গুয়াহাটির লতাশীল ময়দানে বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছিলেন অল অসম স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা । এছাড়াও, আরও ৩০টি সংগঠনের সদস্যরাও এই বিক্ষোভে সামিল হয়েছিলেন ।
দিশপুরের জনতা ভবনে 'বজ্র নিনাদ' সমাবেশেও এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছেন সংগঠনের সদস্যরা । উত্তর-পূর্বের বাসিন্দাদের অনিচ্ছাকে অবহেলা করেই এই বিল প্রযোজ্য করার পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদীরা । এই বিক্ষোভ সমাবেশে ছাত্র সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের তারকারাও । উপস্থিত ছিলেন অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গও । ভক্তদের উদ্দেশ্যে তিনি এই বিলের বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছেন ।
অসমের পাশাপাশি আজ নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তপ্ত হয়েছে মিজোরামও । আইজল শহরে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন প্রায় ১০,০০০ মিজো পড়ুয়া। নাগরিকত্ব বিল ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে লোকসভায় । এই বিলের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন ও পারসি সম্প্রদায়ভুক্ত মানুষদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ও এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় নাগরিকদের অধিকারও, প্রতিবাদের মূল বক্তব্য ছিল এটাই ।
এই বিল সম্পূর্ণ মিজো সংস্কৃতি বিরোধী ও এই বিল আইনী রূপ পেলে স্বাধীন রাষ্ট্রের দাবিতে লড়তেও পিছপা হবে না মিজোরাম, নিউজ ১৮ কে জানিয়েছেন মিজো জিরলাই প্লের সভাপতি রামদিনলিয়ানা রেন্থলেই । প্রতিবাদস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী কুশপুতুলও পোড়ানো হয়েছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bajra Ninad, Citizenship Amendment Bill 2016, Guwahati, নাগরিকত্ব বিল