• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মায়াবতীর সঙ্গে যৌনকর্মীর তুলনা, BSP কর্মীদের প্রতিবাদে উত্তাল লক্ষ্নৌ

মায়াবতীর সঙ্গে যৌনকর্মীর তুলনা, BSP কর্মীদের প্রতিবাদে উত্তাল লক্ষ্নৌ

বিএসপি সুপ্রিমো মায়াবতীর সম্বন্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল লক্ষ্নৌয়ের হজরতগঞ্জ।

বিএসপি সুপ্রিমো মায়াবতীর সম্বন্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল লক্ষ্নৌয়ের হজরতগঞ্জ।

বিএসপি সুপ্রিমো মায়াবতীর সম্বন্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল লক্ষ্নৌয়ের হজরতগঞ্জ।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  Mayawati#লক্ষ্নৌ: বিএসপি সুপ্রিমো মায়াবতীর সম্বন্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল লক্ষ্নৌয়ের হজরতগঞ্জ। বিজেপি সাংসদ দয়াশঙ্কর সিং-য়ের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান শতাধিক বহুজন সমাজ পার্টির কর্মী, সমর্থকরা।

  বিএসপি সুপ্রিমোর বিরুদ্ধে অশালীন মন্তব্য এবং তাঁর দলিত পরিচয় নিয়েও মস্করা করেন দয়াশংকর সিং। এর জেরে লাগাতর চাপের মুখে ইতিমধ্যেই সাংসদকে ছ বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে বিজেপি।

  বিএসপি সুপ্রিমো মায়াবতীর বিরুদ্ধে অশালীন মন্তব্যে বুধবার উত্তাল হয় সংসদও। বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগে এফআইআর দায়েরের পথেও হাঁটছে বিএসপি। বুধবার সংসদে বিজেপি সাংসদ দয়াশঙ্কর সিংয়ের এই মন্তব্যে প্রসঙ্গ তুলে সরব হন মায়াবতী। বিএসপি সাংসদের সঙ্গে গলা মিলিয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলগুলিও। প্রবল অস্বস্তির মুখে বিবৃতি দেওয়ার চেষ্টা করলেও পারেননি রাজনাথ সিং, অরুণ জেটলিরা।

  বিএসপি সুপ্রিমোর বিরুদ্ধে অশালীন মন্তব্য। দলিত পরিচয় নিয়েও মস্করা। বিজেপি সাংসদের এহেন আচরণে বেজায় বিড়ম্ববনায় বিজেপি। গোদের ওপর বিষফোঁড়ার মত আলটপকা এই মন্তব্যে রাজ্যসভায় আবারও সরব বিজেপি বিরোধী জোট।

  আরও পড়ুন 

  ‘মায়াবতী যৌনকর্মীর চেয়েও খারাপ’, মন্তব্য বিজেপি সহ সভাপতির

  ঘরোয়া আলাপে বেশ কয়েকবার মায়াবতীয় বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেন দয়াশঙ্কর ৷ দলিত পরিচয় নিয়েও কটাক্ষ করা হয় ৷ যৌনকর্মীর সঙ্গে কুরুচিকরভাবে তুলনা টানা হয় বিএসপি সুপ্রিমোর ৷ বিএসপি ও উত্তরপ্রদেশের মানুষকে নিয়েও মস্করা করেন তিনি ৷

  চাপ পড়তেই ভোল বদলান দয়াশঙ্কর। ভালো ভালো কথা বলে ক্ষমা চেয় নেন। অভিযুক্ত বিজেপি সাংসদ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও চিঁড়ে ভিজছে না। বৃহস্পতিবারই দয়াশঙ্করের বিরুদ্ধে এফআইআর করতে পারে বিএসপি।

  হঠাৎ পাওয়া সুযোগকে কী আর হাতছাড়া করতে চায় বিরোধীরা? ঘটনায় দয়াশঙ্করকে বহিস্কারের দাবিতে সরব বিএসপি, আরজেডি, জেডিইউয়ের মতো দল। বিরোধীদের চাপের মুখ দুঃখপ্রকাশ করতে গিয়েও পারেননি রাজনাথ সিং। বৃহস্পতিবারও এই ইস্যুতে বিজেপিকে চাপে ফেলতে তৈরি বিরোধীরা।

  First published: