হোম /খবর /দেশ /
মৌনি অমাবস্যায় প্রয়াগরাজের সঙ্গমে পুণ্য স্নান প্রিয়াঙ্কা গান্ধির

মৌনি অমাবস্যায় প্রয়াগরাজের সঙ্গমে পুণ্য স্নান প্রিয়াঙ্কা গান্ধির

Priyanka Priyanka Gandhi Takes Holy Dip in Sangam on Mauni Amavasya

Priyanka Priyanka Gandhi Takes Holy Dip in Sangam on Mauni Amavasya

আজ মৌনি অমাবস্যা৷ মাঘ মাসের অত্যন্ত পবিত্র তিথিতে প্রয়াগরাজের সঙ্গমে পুণ্য স্নান সারলেন কংগ্রেসের সাধারণ সচিব প্রিয়াঙ্কা গান্ধি বঢরা

  • Last Updated :
  • Share this:

#এলাহাবাদ: আজ মৌনি অমাবস্যা৷ মাঘ মাসের অত্যন্ত পবিত্র তিথিতে প্রয়াগরাজের সঙ্গমে পুণ্য স্নান সারলেন কংগ্রেসের সাধারণ সচিব প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra)৷ বৃহস্পতিবার সকালেই লখনউ হয়ে প্রিয়াঙ্কা এসেছেন এলাহাবাদের সঙ্গমে৷ তিন নদী-গঙ্গা,যমুনা ও পৌরাণিক সরস্বতী এখানে এসে মিশেছে৷ প্রিয়াঙ্কা নিজেই সঙ্গম স্নানের ছবি ট্যুইট করেছেন৷

প্রিয়াঙ্কা এদিন তাঁর ঠাকুরদা ও দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর (Pt Jawaharlal Nehru) আদিবাড়ি আনন্দ ভবনও পরিদর্শন করেন৷ ওখানেই নেহেরুর শেষকৃত্য সম্পন্ন হয়৷ সেই স্থানে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন৷ আনন্দ ভবন এখন সংগ্রহশালায় পরিণত হয়েছে৷ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসই ফুটে ওঠে সেখানে৷

প্রিয়াঙ্কা এদিন উত্তরপ্রদেশের সাহারনপুরের কিষাণ মহাপঞ্চায়েত করেন৷ সেখান থেকেই ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচার শুরু করেন। এই মহাপঞ্চায়েত থেকেই উত্তরপ্রদেশের ২৭টি জেলায় ‘জয় জওয়ান, জয় কিসান’ অভিযান শুরু করেছে কংগ্রেস। প্রিয়াঙ্কা এদিন প্রতিশ্রুতি দেন, " ক্ষমতায় ফেরালে কেন্দ্রের তিন কৃষি আইন বাতিল করবে কংগ্রেস।"

কৃষি আন্দোলনের সমর্থনে গতকাল থেকেই নিজস্ব 'কৃষি-বিরোধী আইন' আন্দোলন শুরু করেছে কংগ্রেস৷ কংগ্রেসের ভিতরের খবর যে, এই আন্দোলনের নেতৃত্বে থাকবেন স্বয়ং প্রিয়াঙ্কাই৷ এই উপলক্ষ্যে যোগীর রাজ্যে চারদিনের একটি কর্মসূচিতেও যোগ দেবেন তিনি৷ আগামী ১৩ ও ১৬ ফেব্রুয়ারি মীরাট এবং বিজনৌরে সভা করবেন প্রিয়াঙ্কা৷ এরপর আগামী ১৮ ফেব্রুয়ারি মথুরায় 'কিষাণ পঞ্চায়েত'-এও যোগ দেবেন তিনি৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Priyanka Gandhi