হোম /খবর /দেশ /
Priyanka MMS: তাঁর ‘ইমেজ’ নষ্ট করার জন্যই এটি ভাইরাল করা হয়েছে, দাবি অভিনেত্রীর

Priyanka Pandit MMS: ভিডিওটি অন্য কারোর, তাঁর ‘ইমেজ’ নষ্ট করার জন্যই এটি ভাইরাল করা হয়েছে, দাবি অভিনেত্রীর

Photo: Screen Grab

Photo: Screen Grab

Priyanka Pandit MMS: কেউ বা কারা তাঁর ইন্ডাস্ট্রিতে ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমনটা করেছে বলে দাবি অভিনেত্রীর ৷

  • Last Updated :
  • Share this:

পটনা: একের পর এক ভোজপুরী সিনেমার নায়িকাদের এমএমএস ভিডিও (MMS Video) ভাইরাল হওয়া শুরু হয়েছে ৷ কিছুদিন আগেই অভিনেত্রী তৃশা কর মধুর এমএমএস ভিডিও ‘লিক’ হওয়া নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া ৷ এবার ভাইরাল হল আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা পণ্ডিতের (Priyanka pandit) এমএমএস ভিডিও ৷

বলা বাহুল্য, ভিডিওতে আপত্তিজনক অবস্থাতেই দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ অভিনেত্রী তৃশা তার ওই ভিডিও ‘ফেক’ বলে দাবি করেছিলেন কয়েক দিন আগে ৷ এবং গোটা ঘটনায় তিনি যথেষ্ট ক্ষুব্ধ বলেই জানিয়েছিলেন ৷ সংবাদসংস্থা Jagran-এর খবর অনুযায়ী, এবার প্রিয়াঙ্কা পণ্ডিতের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিনেত্রী জানিয়েছেন, ভিডিওতে যে মহিলাকে দেখা গিয়েছে, তা তিনি নন, অন্য কেউ ৷ আর যেভাবে তাঁর নাম দিয়ে এই ভিডিও ভাইরাল করা হয়েছে, তার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ কেউ বা কারা তাঁর ইন্ডাস্ট্রিতে ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমনটা করেছে বলে দাবি অভিনেত্রীর ৷

তবে জানা গিয়েছে, ভিডিওটি এখনকার নয়, অনেক পুরনো ৷ কিন্তু তৃশার ভিডিও ভাইরাল হওয়ার পর এখন প্রিয়াঙ্কার এই পুরনো ভিডিও-ই মানুষ বেশি করে শেয়ার করছেন ৷ আর তার জন্য ফের একবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে এই ভিডিও ৷

অভিনেত্রীর সহকর্মীরা জানিয়েছেন, এই ভিডিও তাঁকে বদনাম করার জন্যই ছড়ানো হচ্ছে ৷ ইউটিউবে ব্যাপকভাবে সার্চ হচ্ছে এই ভিডিওটি ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Viral Video