#নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির ইন্ডিয়া গেটে জমায়েতে যোগ দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বঢরা গান্ধি৷ সমাবেশে যোগি দিয়ে প্রিয়াঙ্কার বার্তা, হিংসাত্মক আন্দোলন নয়৷ শান্তিপূর্ণ আন্দোলনেই আসবে সাফল্য৷
Delhi: Rapid Action Force (RAF) takes out flag march in Daryaganj area, after protest over #CitizenshipAct in the area today. pic.twitter.com/zi5uSV4Tl0
— ANI (@ANI) December 20, 2019
শুক্রবার প্রিয়াঙ্কা নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী ছাত্র-ছাত্রীদের সমাবেশে যোগ দেন৷ ইন্ডিয়া গেটে সমাবেশে যোগ দিয়ে প্রিয়াঙ্কা বলেন, 'এই সরকার গরিবের বিরোধী৷ এই সরকার চায়, যে ভাবে নোটবন্দির পরে দেশবাসী ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েছিল এটিএম ও ব্যাঙ্কে, তেমনই এ বার নাগরিকত্ব প্রমাণের জন্য লাইন দিক৷ প্রতিশোধে বিশ্বাসী সরকার৷ যুব সমাজের কথা শুনছে না৷' প্রিয়াঙ্কা যখন বলছেন, তখন সমাবেশ থেকে স্লোগান উঠছে, 'আজাদি', 'নো এনআরসি',নো সিএএ'৷ জমায়েতে বেশির ভাগই ছাত্র-ছাত্রী৷
Congress leader Priyanka Gandhi Vadra at a protest, at India Gate, Delhi: #CitizenshipAct & NRC are against the poor. The poor they will be most affected by it. What will the daily wage labourers do?; Demonstrations should be held peacefully. pic.twitter.com/icuqghggTc
— ANI (@ANI) December 20, 2019
নাগরিকত্ব বিলের প্রতিবাদে আগুন জ্বলছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে৷ আজ অর্থাত্ শুক্রবার ফিরোজাবাদে পুল্শের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হল আরও ১ জনের৷ উত্তরপ্রদেশের বেশির ভাগ শহরেই পুলিশকে লক্ষ করে পাথ, ইট ছুড়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা৷ ফিরোজাবাদ, কানপুরে একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ সব মিলিয়ে মৃতের সংখ্যা ৬ জন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।