corona virus btn
corona virus btn
Loading

উত্তরপ্রদেশের জেলে বন্দি বিক্ষোভ , ফতেগড় জেলে আগুন লাগায় বন্দিরা

উত্তরপ্রদেশের জেলে বন্দি বিক্ষোভ , ফতেগড় জেলে আগুন লাগায় বন্দিরা
File Photo

জেল বন্দিদের সংঘর্ষে গুরুতর আহত হলেন জেলা শাসক, জেল সুপার।

  • Share this:

#ফতেগড়: জেল বন্দিদের সংঘর্ষে গুরুতর আহত হলেন জেলা শাসক, জেল সুপার। আহত বেশ কয়েকজন পুিলশকর্মীও। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুক্কাবাদের ফতেহর জেলে।

বন্দিরা জেলের একাংশে আগুন লাগিয়ে দেয়। জেলে নিম্নমােনর খাবার পরিবেশন, খারাপ স্বাস্থ‍্য পরিষেবার প্রতিবাদে সকাল থেকেই জেলে বিক্ষোভ দেখাতে থাকে বন্দিরা। ঘটনাস্থলে পৌঁছলে ভারপ্রাপ্ত জেলা শাসক এনপি পাণ্ডে এবং জেল সুপার রাকেশ কুমারকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।

বন্দিদের ছোঁড়া পাথর, থালাবাসনে গুরুতর জখম হন জেলা শাসক এবং সুপার। জখম হয়েছেন কয়েকজন পুিলশকর্মী এবং একজন বন্দিও। পরে পুলিশ সুপার সুভাষ সিং ভাগলের নেতৃত্বে বিশাল পুিলশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রেণ আনে।

First published: March 26, 2017, 6:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर