#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইটের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হল৷ একই সঙ্গে হ্যাকাররা হানা দিয়েছে নরেন্দ্র মোদি মোবাইল অ্যাপেও৷ বৃহস্পতিবার ভোর ৩টে ১৫ নাগাদ হ্যাক করা হয়৷ মোদির ওয়েবসাইটের ট্যুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ২৫ লক্ষ৷
হ্যাক করার পরে ওই ট্যুইটার অ্যাকাউন্টে ট্যুইট করা হয়েছে, 'হ্যাঁ, অ্যাকাউন্টটি জন উইকের দ্বারা হ্যাক করা হয়েছে৷ আমরা Paytm মল হ্যাক করিনি৷' একাধিক ট্যুইট করেছে হ্যাকাররা৷ ফলোয়ারদেরকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দান করতে৷
আরেকটি ট্যুইটে বলা হয়েছে, 'আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দান করুন৷' ট্যুইটারের তরফে জানানো হয়েছে, তারা এই ঘটনাটির ব্যাপারে অবহিত৷ অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করছে৷ ঘটনার তদন্তও শুরু করা হয়েছে৷
আরও পড়ুন: অদৃশ্য মুদ্রা! ভারতে ক্রিপ্টোকারেন্সির দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট
এর আগে গত ১৬ জুলাই বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন, এলন মাস্ক, ওয়ারেন বাফেট, জেফ বেজস, কিম কারদাশিয়ান-সহ বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের রাতারাতি ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে হ্যাকাররা৷ প্রত্যেকের ট্যুইটার হ্যান্ডেল থেকেই ক্রিপ্টোকারেন্সির বিটকয়েন সম্পর্কিত স্ক্যাম ট্যুইট করা হয়৷ ট্যুইটারের সিইও জ্যাক ডর্সি বলেন, 'ট্যুইটারের কাছে, আমাদের কাছে, এটি একটি কঠিন দিন৷'
ট্যুইটারে এই ধরনের বিটকয়েন স্ক্যাম হ্যাক সাধারণ বিষয়৷ এই ধরনের ঘটনা আগেও ঘটেছে৷ কিন্তু বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডেল হ্যাকড হচ্ছে, এটাই ভাবাচ্ছে সংস্থাকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi