• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • কুম্ভতে সাফাইকর্মীদের পা ধুইয়ে দিলেন নরেন্দ্র মোদি

কুম্ভতে সাফাইকর্মীদের পা ধুইয়ে দিলেন নরেন্দ্র মোদি

ছবি: ট্য়ুইটারের সৌজন্যে ৷

ছবি: ট্য়ুইটারের সৌজন্যে ৷

 • Share this:
  #প্রয়াগরাজ: প্রয়াগরাজে পৌঁছনোর পর আজ রবিবার দুপুরে কুম্ভমেলায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে গঙ্গায় ডুব দিয়ে পুন্যস্নানও সারেন তিনি ৷ এরপর করেন পুজো-অর্চনা ৷ এরপরেই ঘটে সেই অভূতপূর্ব ঘটনা ৷  নিজে হাতে কুম্ভের সাফাইকর্মীদের পা ধুইয়ে দেন নরেন্দ্র মোদী ৷ কুম্ভ ক্ষেত্রকে যে সকল সাফাইকর্মীরা প্রতিনিয়ত স্বচ্ছ করে রাখছেন, তাঁদের পা ধোয়ানোর পর শাল দিয়ে সম্মাব জ্ঞাচন করেন প্রধানমন্ত্রী ৷
  First published: