• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • 'শুভ মহালয়া,' ট্যুইট করলেন মোদি

'শুভ মহালয়া,' ট্যুইট করলেন মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মহালয়ার শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সবাইকে শুভ মহালয়া জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, 'আশা করি সবার জীবন আনন্দে ভরে উঠুক৷ সবাউ সুস্থ ও ভালো থাকুক৷ আমাদের মা দুর্গার আশীর্বাদ সব সময় থাকুক৷'

 • Share this:

  #কলকাতা: মহালয়ার শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সবাইকে শুভ মহালয়া জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, 'আশা করি সবার জীবন আনন্দে ভরে উঠুক৷ সবাউ সুস্থ ও ভালো থাকুক৷ আমাদের মা দুর্গার আশীর্বাদ সব সময় থাকুক৷'

  ৭ দিনের মার্কিন সফর শেষে আজই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী৷ ভারতের ফেরার আগে আমেরিকাবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ট্যুইটারে লিখলেন, 'আমেরিকাবাসীর অভ্যর্থনা ও আতিথেয়তায় আমি মুগ্ধ৷'

  পুরাণে আছে, অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। চারদিকে অশুভের প্রতাপ। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হলেন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজোরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা। সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে (ঘোড়ায়), গমনও হবে ঘোটকে।

  First published: