#দিল্লি: বয়স মাত্র দশ বছর৷ বাবা নিজে একজন সাংসদ৷ ছোট্ট মেয়েটির ইচ্ছে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার৷ কিন্তু সাংসদ বাবা তাঁকে বুঝিয়েছিলেন, প্রধানমন্ত্রী বেজায় ব্যস্ত একজন মানুষ৷ চাইলেই তাঁর সঙ্গে দেখা করা যায় না৷
কিন্তু বাবার কথায় ছোট্ট অনিশার মন মানতে চায়নি৷ একদিন সুযোগ পেয়েই বাবার ল্যাপটপ থেকে সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ই মেল পাঠিয়ে দিয়েছিল অনিশা৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে সে লিখেছিল, 'স্যর, আমার নাম অনিশা৷ এবং আমি আপনার সঙ্গে দেখা করতে খুবই আগ্রহী৷' অনিশার এই ই মেলের জবাব আসতেও বেশি সময় লাগেনি৷ প্রধানমন্ত্রী অনিশার ই মেলের জবাবে লেখেন, 'ছুটে আমার কাছে চলে এসো!'
অনিশা আসলে মহারাষ্ট্রের আহমেদনগরের সাংসদ সুজয় ভিখে প্যাটেলের কন্যা৷ অনিশার দাদু মহারাষ্ট্রের বর্ষীয়ান রাজনীতিবিদ রাধাকৃষ্ণ ভিখে প্যাটেল৷ কিন্তু তার পরেও মেয়ের ইচ্ছা যে এত সহজে পূর্ণ হবে তা ভাবতে পারেননি অনিশার সাংসদ বাবাও৷
প্রধানমন্ত্রীর সম্মতি আসতেই অনিশাকে নিয়ে দিল্লি পৌঁছে যায় প্যাটেল পরিবার৷ সংসদ ভবনেই সাক্ষাতের ব্যবস্থা হয়েছিল৷ প্যাটেল পরিবারকে দেখেই প্রথমে অনিশার খোঁজ করেন প্রধানমন্ত্রী৷ এর পরের দশ মিনিট অনিশার একের পর এক প্রশ্নের জবাব দেন তিনি৷
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই অনিশার নজর কেড়ে নেয় তাঁর বিশাল এবং বিলাসবহুল অফিস৷ অনিশার প্রশ্ন ছিল, 'আপনার অফিসটা কত বড়? এখানেই আপনি সারাদিন বসেন?' প্রধানমন্ত্রী তাঁকে বুঝিয়ে বলেন, সংসদের অধিবেশন চলাকালীনই তিনি এই অফিস ব্যবহার করেন৷ একই সঙ্গে নরেন্দ্র মোদি অনিশাকে বলেন, 'আজকে শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করার জন্যই আমি এখানে এসেছি৷ আমি তোমার সঙ্গে গল্প করব৷'
দশ মিনিটের সাক্ষাৎ পর্বে খেলা থেকে শুরু করে নিজেদের ব্যক্তিগত শখ, পছন্দ, নানা বিষয়ে অনিশার সঙ্গে গল্পে মেতে ওঠেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি বরাবরই শিশুদের সঙ্গে পছন্দ করেন৷ এমন কি, তাঁদের বায়না আব্দারও সহজেই সামলানোর জন্য সুনাম রয়েছে তাঁর৷ তবে সাক্ষাতের শেষ লগ্নেই সেরা উক্তিটি করে ছোট্ট অনিশা৷ নরেন্দ্র মোদিকে সে বলে বসে, 'আপনি তো গুজরাতের মানুষ৷ তাহলে কবে আপনি দেশের রাষ্ট্রপতি হবেন?' অনিশার এই প্রশ্নের জবাব ছিল না প্রধানমন্ত্রীর কাছেও৷ নরেন্দ্র মোদি সহ উপস্থিত প্রত্যেকেই তার এই কথায় হাসিতে ফেটে পড়েন!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi