#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এ উঠে এল ভারত-চিনা সীমান্ত সমস্যা ও দেশের করোনা পরিস্থিতির কথা ৷
দেশ বিপাকের মুখে ৷ একদিকে বাড়তে থাকা করোনার প্রকোপ, তো অন্যদিকে ভারত-চিনের সীমান্ত সমস্যা নিয়ে উত্তপ্ত লাদাখ উপত্যকা ৷ এদিন মন কি বাত-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, ভারত কখনও সংকটকে ভয় পায়নি ৷ বহুবার সংকটের সঙ্গে কঠোর মোকাবিলা করেছে এদেশ ৷ আমাদের ইতিহাস চ্যালেঞ্জে ভরা ৷ তাই ভারত কখনও সংকটের ভয় করে না৷
ভারত-চিন সীমান্ত সমস্যার প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত যেমন বন্ধুত্ব করতে পারে ৷ তেমনি ভারতের সঙ্গে কেউ শত্রুতা করতে চাইলে তাঁর উচিত শিক্ষাও দিতে পারে ৷ আমাদের প্রচেষ্টা এটাই থাকবে যে সীমান্তে আমরাও আরও বেশি শক্তিশালী হব ৷ দেশ আরও বেশি আত্ম-নির্ভর হবে ৷ তবেই আমাদের শহিদ জওয়ানেরা সঠিক অর্থে শ্রদ্ধা পাবে ৷’
The world has seen India's commitment to protecting its borders & sovereignty. In Ladakh, a befitting reply has been given to those coveting our territories: PM Narendra Modi during #MannKiBaat (file photo) pic.twitter.com/bCf0oCgqoa
— ANI (@ANI) June 28, 2020
মন কি বাত অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বলেন, ‘দেশে ধীরে ধীরে লকডাউন শেষ হয়ে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এই সময়টা গোটা দেশবাসীকে সতর্ক থাকতে হবে ৷ সবাইকে মাস্ক পরতে হবে ৷ তবেই আমরা সবাই করোনার সঙ্গে মোকাবিলা করতে পারব ৷ তবেই দেশ থেকে করোনা দূর হবে ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi