#নয়াদিল্লি: ভারতের কর কাঠামোয় বড় সংস্কারের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার কর ব্যবস্থায় নয়া প্ল্যাটফর্ম লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই প্ল্যাটফর্মের নাম, 'ট্রান্সপারেন্ট ট্যাক্সেশন- অনারিং দ্য অনেস্ট' (Transparent Taxation – Honoring the Honest)৷ যার অর্থ হল, 'স্বচ্ছ কর ব্যবস্থা, সততাকে সম্মান'৷ এর মাধ্যমেই প্রত্যক্ষ কর কাঠামোয় আমূল সংস্কার হতে চলেছে৷
#WATCH Live from Delhi -Prime Minister Narendra Modi launches the platform for “Transparent Taxation – Honoring the Honest.” https://t.co/Dc2GhVKGnz
— ANI (@ANI) August 13, 2020
এ দিন ভাষণে মোদি বলেন, 'কর ব্যবস্থায় স্বচ্ছতা খুবই জরুরি৷ আজ আমরা যে নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করছি, তাতে কর ব্যবস্থা ফেসলেস হয়ে যাবে৷ আমরা আজ একটি নতুন যাত্রা শুরু করছি৷ এর জেরে মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স-- আমাদের প্রতিশ্রুতি আরও মজবুত হবে৷ দেশের নাগরিকের জীবনে সরকারের হস্তক্ষেপ কমবে৷'
अब टैक्सपेयर को उचित, विनम्र और तर्कसंगत व्यवहार का भरोसा दिया गया है। यानि आयकर विभाग को अब टैक्सपेयर की Dignity का, संवेदनशीलता के साथ ध्यान रखना होगा। अब टैक्सपेयर की बात पर विश्वास करना होगा, डिपार्टमेंट उसको बिना किसी आधार के ही शक की नज़र से नहीं देख सकता: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 13, 2020
সরকার চাইছে, দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা এনে সৎ করদাতারা যাতে উপযুক্ত সম্মান পান, এবং তাঁদের কোনওরকম হয়রানি বা জটিলতার মধ্যে না পড়তে হয়, তা নিশ্চিত করতে।
প্রধানমন্ত্রীর কথায়, 'এই প্ল্যাটফর্মে বড় সংস্কার থাকছে, যেমন, ফেসলেস অ্যাসেসমেন্ট, ফেসলেস আপিল ও ট্যাক্সপেয়ার্স চার্টার৷ ফেসলেস অ্যাসেসমেন্ট ও ট্যাক্সপেয়ার্স চার্টার আজ থেকেই চালু হয়ে যাচ্ছে৷ ফেসলেস আপিল সার্ভিস চালু হবে ২৫ সেপ্টেম্বর থেকে৷ আমাদের মূল উদ্দেশ্য হল, কোনও রকম হয়রানি, জটিলতা, যন্ত্রণা মুক্ত একটি কর ব্যবস্থা৷ সিমলেস, পেইনলেস, ফেসলেস কর ব্যবস্থা৷ গত ৬ বছরে কর ব্যবস্থায় একটা আমূল বদল দেখেছে ভারত। আমরা জটিলতা কমিয়েছি, আর স্বচ্ছতা বাড়িয়েছি। আমার করদাতাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Tax Reforms