হোম /খবর /দেশ /
রেল দিয়ে জুড়ছে উত্তর-পূর্ব ভারত, ৬ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন করলেন মোদি

Indian railways: রেল দিয়ে জুড়ছে উত্তর-পূর্ব ভারত, ৬ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

রেল পথে জুড়ল উত্তর পূর্ব ভারতের দুর্গম এলাকা৷

রেল পথে জুড়ল উত্তর পূর্ব ভারতের দুর্গম এলাকা৷

* রেল পথে উত্তর পূর্ব ভারতকে ঢেলে সাজানোর পরিকল্পনা 

  • Share this:

গুয়াহাটি: বহাগ বিহু উপলক্ষে গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি অসমের ২৪৯ কিলোমিটার ডাবল লাইন, ৮৬ কিলোমিটার নতুন লাইন ও ৫১২ কিলোমিটার ইলেকট্রিক রেলওয়ে ট্র্যাক দেশের প্রতি উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, উত্তর পূর্ব ভারতে ভৌগলিক কারণে যোগাযোগের সমসা বরাবরই ছিল। সেই সমস্যার সমাধান করতে সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উপরে জোর দেওয়া হয়েছে।

গত ৯ বছরে মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরায় ব্রডগেজ ট্রেন পৌঁছেছে। উত্তর-পূর্বে আগের তুলনায় তিনগুন দ্রুতগতিতে নতুন রেললাইন স্থাপন করা হচ্ছে এবং আগের তুলনায় প্রায় ১০ গুন দ্রুত গতিতে রেল লাইনের দ্বৈতকরণের কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে শুক্রবার ৬,০০০ কোটি টাকারও বেশি মূল্যের ৫টি রেল প্রকল্প উদ্বোধন করা হয়েছে। যা অসম সহ উত্তর পূর্ব ভারতের  একটি বড় অংশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।

আরও পড়ুন: 'বন্দে ভারত' কি এবার ছুটবে শিয়ালদহ-কৃষ্ণনগর? ১০০ কিমির কম দূরত্বেও চলবে 'Mini' বিলাসবহুল ট্রেন! কবে চালু?

প্রধানমন্ত্রী আরও বলেন যে রেল প্রথমবারের জন্য অসমের একটি বৃহৎ অংশে পৌঁছেছে এবং রেললাইন দ্বৈতকরণের ফলে অসমের পাশাপাশি মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের সঙ্গে সহজ সংযোগ প্রদান করবে। তিনি আরও উল্লেখ করেছেন যে ধর্মীয় এবং পর্যটনের স্থানগুলিতে ভ্রমণ করা এখন সহজ হয়ে উঠবে।এই নতুন নির্মিত লাইনগুলি এই অঞ্চলের রেল পরিবহণের সমগ্র চেহারাই বদলে দেবে বলে জানান প্রধানমন্ত্রী।

এর ফলে, অত্যাবশ্যকীয় সামগ্রী বহনের ট্রেন সহ আরও অনেক ট্রেন দেশজুড়ে ছড়িয়ে থাকা উৎপাদন কেন্দ্রগুলি থেকে খুম কম সময়ের মধ্যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে পৌঁছে যেতে সক্ষম হবে। ২,৫৩৮ কোটি টাকা ব্যয়ে ডিগারু থেকে লামডিং পর্যন্ত ১৪৭ কিলোমিটার দীর্ঘ ডাবল লাইন সেকশন নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পে রয়েছে ১৭টি মেজর ব্রিজ, ১০৬টি মাইনোর ব্রিজ ও ৭টি রোড ওভার ব্রিজ। এই সেকশনটি অসমের কামরূপ (মেট্রো), মরিগাঁও ও নগাঁও জেলা দিয়ে অতিক্রম করেছে। এটি এই রুটে পরিচালনামূলক সীমাবদ্ধতা হ্রাস করতে সাহায্য করেছে, যা নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরার মতো রাজ্যের পাশাপাশি অসমের দক্ষিণ ও উজানের দিকে সমস্ত ট্রেনের চলাচলকে আরও সহজ করবে।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Indian Railways, Narendra Modi