হোম /খবর /দেশ /
৭ মার্চের মধ্যেই পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণা, ইঙ্গিত প্রধানমন্ত্রীর

PM Modi on Election Dates: ৭ মার্চের মধ্যেই পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণা, ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ুতে এপ্রিল এবং মে মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা৷

  • Last Updated :
  • Share this:

#গুয়াহাটি: ৭ মার্চের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন৷ এ দিন অসমের একটি সভা থেকে এমনই ইঙ্গিত দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

পশ্চিমবঙ্গে আসার আগে এ দিন অসমেও যান প্রধানমন্ত্রী৷ অসমের ঢেমাজি জেলার শিলাপাথরে একটি সভা করতে গিয়ে তিনি বলেন, '২০১৬ সালে ৪ মার্চ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল৷ আমার ধারণা এ বছর ৭ মার্চের মধ্যেই নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে৷' নরেন্দ্র মোদি আরও বলেন, 'ভোটের দিনক্ষণ কবে ঘোষণা করা হবে তা সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করে৷ কিন্তু যতদিন না দিন ঘোষণা হচ্ছে তার আগে পর্যন্ত আমি যতবেশি করে সম্ভব অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরল যাওয়ার চেষ্টা করব৷' ইতিমধ্য প্রধানমন্ত্রী নিজেও ভোটমুখী রাজ্যগুলিতে রাজনৈতিক সভা করতে শুরু করেছেন৷ এক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার পাচ্ছে পশ্চিমবঙ্গ৷ আর অসমে ক্ষমতা ধরে রাখা চ্যালেঞ্জ বিজেপি-র৷ দক্ষিণের তামিলনাড়ু, কেরলেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বিজেপি-র জন্য৷ পুদুচেরিতেও ক্ষমতা দখলের জন্য লড়তে হবে গেরুয়া শিবিরকে৷

পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ুতে এপ্রিল এবং মে মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা৷ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ বুথ প্রস্তুত করা সহ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ পশ্চিমবঙ্গে আধা সামরিক বাহিনীও আসতে শুরু করে দিয়েছে৷ এখন শুধু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার অপেক্ষা৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Election Commission, Narendra Modi