নয়াদিল্লি: তুরস্কে বিধ্বংসী ভূমিকম্পের পর উদ্ধারকাজে সাহায্য করতে গিয়েছিল ভারতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল৷ গিয়েছিল ভারতের মেডিক্যাল টিমও৷ সেই দলের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ভারতের সাহায্য প্রমাণ করেছে ভারত যে কোনও রকম বিপর্যয়ের সঙ্গে লড়াই করতে প্রস্তুত৷
গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া ও তুরস্কের বিভিন্ন প্রান্তে ভয়ানক ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন মোট ৪৬ হাজার মানুষ৷ সেই ধ্বংসপ্রাপ্ত তুরস্কের উদ্ধারকাজে সাহায্য করার জন্য ‘অপরেশন দোস্ত’ নামে একটি প্রকল্পের আওতায় ভারত থেকে সেনা ও এনডিআরএফ-এর দল পাঠানো হয়েছিল সে দেশে৷ রবিবার শেষ দলটি সেই কাজ সেরে দেশে ফিরেছে৷ পাশাপাশি গিয়েছিল ৯৯ সদস্যের একটি মেডিক্যাল টিমও৷ সেটিও রবিবারই ফিরেছে৷ সেই দলের সঙ্গে সাক্ষাতে মোদি একাধিক বিষয় উল্লেক করেছেন৷
আরও পড়ুন: হাতুড়ের কীর্তি! রক্ত বেরোনো বন্ধ করতে কানে মারাত্মক এমসিল আঠা ঢেলে দিল হাতুড়ে
আরও পড়ুন: বালিশ দিয়ে মুখ চেপে গোপনাঙ্গে আঘাত, প্রেমিকের জন্য স্বামীকে মারল ৪৭ বছরের মহিলা
তিনি এই দলকে সামনে রেখে বলেছেন, ‘‘আপনাদের জন্য আজ গোটা দেশ গর্ববোধ করছে৷’’ পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, এই সাহায্য প্রমাণ করে যে ভারত বিভিন্ন বিপর্যয় মোকাবিলার স্বার্থে কতটা একাগ্র চিত্তে কাজ করতে পারে৷ মোদি এদিন বলেন, ‘‘আমরা সারা পৃথিবীকে একটি পরিবারের অংশ হিসাবে দেখি৷ আমাদের দায়িত্ব সবাইকে সাহায্য করা৷ আমরা সবার আগে মানবতাকে স্থান দিয়ে থাকি৷’’
মোদি এদিন ভাষণে তোলেন ২০০১ সালে গুজরাতের ভূজে ঘটে যাওয়া ভূমিকম্পের প্রসঙ্গও৷ তিনি তখন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন৷ তিনি বলেন, তুরস্কের ৭.৮ কম্পনমাত্রার ভূমিকম্প গুজরাতের ভূমিকম্পের থেকেও অনেক বেশি শক্তিশালী৷ মোদি উল্লেখ করেন, ‘‘তুরস্কের ভূমিকম্পের পর আমরা যতটা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সাহায্য পৌঁছে দিয়েছি, সেই ঘটনাই প্রমাণ করে আমরা যে কোনও রকম বিপর্যয়ের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi