#অযোধ্যা: রাম মন্দিরের ভূমি পুজো সেরে এই দিনটিকে স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী এই দিনটিকে 'সোনালি দিন' বলে অভিহিত করেন৷ প্রধানমন্ত্রীর কথায়, আজ থেকেই রাম জন্মভূমি স্বাধীনতা পেল৷ তিনি বলেন, রাম মন্দিরের জন্য যে লক্ষ লক্ষ ভক্ত বছরের পর বছর নিজেদের জীবন উৎসর্গ করেছেন, এই দিনটি তাঁদের সেই আত্মত্যাগের প্রতীক৷
প্রধানমন্ত্রী বলেন, 'স্বাধীনতা আন্দোলনের সময় কয়েকটি প্রজন্ম নিজেদের সবকিছু সমর্পণ করে দিয়েছিল৷ পরাধীনতার সময় এমন কোনও সময় ছিল না যখন স্বাধীনতা আন্দোলন চলেনি৷ দেশের কোনও প্রান্ত ছিল না, যেখানে স্বাধীনতা আন্দোলনের জন্য কেউ আত্মত্যাগ করেনি৷ ১৫ অগাস্টের দিনটি সেই লক্ষ লক্ষ বলিদানের প্রতীক৷ স্বাধীনতা পাওয়ার জন্য মরিয়া চেষ্টা, ইচ্ছার প্রতীক৷ ঠিক একই ভাবে কয়েক যুগ ধরে, কয়েক প্রজন্ম রাম মন্দিরের জন্য অবিরাম চেষ্টা করে গিয়েছেন৷ সেই ত্যাগ, বলিদান, সংকল্পেরই প্রতীক আজকের দিনটি৷' এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷
এ দিন নিজের হাতে রুপোর ইট বসিয়ে রাম মন্দিরের ভূমি পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী৷ এর পর ভাষণ দিতে উঠেই তিনি বলেন, শুধু অযোধ্যা নয়, আজ গোটা বিশ্বে রাম নামের প্রতিধ্বনি শোনা যাচ্ছে৷
প্রধানমন্ত্রী বলেন, যুগের পর যুগ ধরে মন্দির তৈরি এবং তা ভেঙে ফেলার যে ধারা চলছিল, তাতে আজ ইতি পড়ল৷ নরেন্দ্র মোদি বলেন, 'রামলালাকে এখানে একটি তাঁবুর মধ্যে রাখতে হচ্ছিল৷ এতদিনে তাঁর জন্য সুবিশাল মন্দির তৈরি করা সম্ভব হবে৷' প্রধানমন্ত্রীর কথায়, এই দিনটি ইতিহাসের সূচনা নয়, বরং পুনরাবৃত্তি৷
প্রধানমন্ত্রী বলেন, রাম মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হলে গোটা অযোধ্যার অর্থনীতি বদলে যাবে৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাম মন্দির দেখতে আসবেন৷ রামমন্দির ভারতের ঐতিহ্যের আধুনিক প্রতীক হয়ে উঠবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, রাম মন্দির তৈরির প্রক্রিয়া আসলে গোটা দেশকে জোড়ার উদ্যোগ হয়ে দাঁড়াবে৷ ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মন্দির অনুপ্রেরণা হয়ে উঠবে বলেও দাবি করেন তিনি৷ মোদির কথায়, রাম মন্দির কোটি কোটি মানুষের ইচ্ছের ফসল৷
এ দিন অবশ্য মোদির মুখে শ্রীরামের সুশাসনের কথা উঠে এসেছে৷ প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, সামাজিক সম্প্রীতিই ছিল রাম রাজত্বের সবথেকে বড় বিশেষত্ব৷ শ্রীরামের বার্তা যাতে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে হবে বলেও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'আজও রাম আমাদের সবার হৃদয়ে রয়েছেন৷ আমি বিশ্বাস করি, অযোধ্যায় যে রাজকীয় মন্দির তৈরি হবে, তা গোটা বিশ্বের সামনে আমাদের ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরবে৷ অনন্তকাল ধরে তা মানুষকে অনুপ্রাণিত করবে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Ram Mandir