#নয়াদিল্লি: কার্যত দেশের ইতিহাস বদলের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? অন্তত তেমনটাই অভিযোগ বিরোধীদের।
সরাইঘাট যুদ্ধের সেনাপতি এবং অসমের বীর সন্তান লাচিত বরফুকানের জন্মদিবস পালন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, "স্বাধীনতার পরেও ঔপনিবেশিক অ্যাজেন্ডা থেকে বের হতে পারেনি ভারত।" প্রধানমন্ত্রী মোদির দাবি, তাঁর জমানায় ঔপনিবেশিকতা থেকে ধীরে ধীরে বের হয়ে এসেছে ভারত এবং এগিয়ে চলেছে।
আরও পড়ুন: ফের রাজ্যের কোষাগারে অক্সিজেন, জিএসটি বাবদ ৮১৪ কোটি দিল কেন্দ্র
গতকাল শুরু হয়েছে অসমের বীর সন্তান লাচিত বরফুকানের জন্মদিবস পালনের অনুষ্ঠান। প্রথম দিনেই দেশের ইতিহাস বদলানোর ডাক দেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ইতিহাস বদলের চেষ্টা করলে তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। আজ অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দু' জনেই দেশের ইতিহাস নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী মোদি বলেন, "অসমে বহুবার বহিরাগত আক্রমণ হয়েছে এবং সেখানকার মানুষ তাঁদের পরাজিত করেছেন। গুয়াহাটি দখল করে নিয়েছিল মোগলরা। তবে লচিত বরফুকানের মতো নায়করা সেই সমস্ত অত্যাচারীদের থেকে গুয়াহাটিকে মুক্ত করেছিলেন।"
আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট, একমঞ্চে শাহরুখ-অমিতাভ-সৌরভ! শুভেন্দুদের আগাম আমন্ত্রণ মমতার
তাঁর দাবি, 'আমাদের পূর্বসূরিরা বহিরাগতদের সন্ত্রাস এবং দমন সহ্য করেছেন। লচিত বরফুকানের মতো ব্যক্তিত্বরা বুঝিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদ সহ্য করা হবে না। স্বৈরতন্ত্র চালানো শাসকদের যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের।'
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানে দেশের ইতিহাস বদলানোর দাবি জানান। মোঘল ইতিহাসের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, 'আমাদের ইতিহাসবিদদের প্রতি বিনম্র আবেদন, ভারত শুধুমাত্র ঔরঙ্গজেব, বাবর, জাহাঙ্গির বা হুমায়ুনের কাহিনি নয়। ভারতে রয়েছে লচিত বরফুকান, ছত্রপতি শিবাজি, গুরু গোবিন্দ সিং, দুর্গাদাস রাঠোরের কাহিনিও। এই কাহিনিগুলিকে আমাদের দিনের আলো দেখানোর চেষ্টা করতে হবে। সেটাই আমাদের বিশ্বগুরু হয়ে ওঠার স্বপ্ন সফল করতে সহায়ক হবে।'
প্রসঙ্গত উল্লেখ্য, মোদি জমানায় দেশের ইতিহাস বদল করার চেষ্টা হচ্ছে একাধিকবার অভিযোগ তুলেছে বিরোধী শিবির। অসমে সেই অভিযোগে কার্যত সিলমোহর দিলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam, Narendra Modi