নয়াদিল্লি: কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের 'গণতন্ত্র বাঁচাও' অভিযানকে 'দুর্নীতিগ্রস্তদের বাঁচাও' অভিযান বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধায় দলের সদর দফতরে নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। সেখানেই তিনি বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করলেই এজেন্সির বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানের শক্তিশালী ভিত্তি রয়েছে। সেই জন্যই ভারতের অগ্রগতি রুখতে এজেন্সির বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে। পদক্ষেপ করলেই হামলা, সমালোচনার সম্মুখীন হচ্ছে এজেন্সি।' তাঁর কথায়, 'সাত দশকে এই প্রথমবার দুর্নীতির বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ করা হচ্ছে। যখন আমরা খুব বেশি অভিযান করি তখন কিছু মানুষের রাগ হয়, দুঃখ হয়। তবে তাতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান থামবে না।'
শিখ বিরোধী হিংসার ঘটনা তুলে কংগ্রেসের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, '১৯৮৪-র কালো অধ্যায় এই দেশ ভুলবে না। আবেগের হাওয়ায় ঐতিহাসিক জনাদেশ পেয়েছিল কংগ্রেস। আমরা সেটা ভেঙে দিয়েছি। তবে আমরা কাউকে দায়ী করিনি।' দলের প্রসংশা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, 'লোকসভায় ২ টি আসন থেকে শুরু করে এখন ৩০৩টি আসন। বিজেপিই একমাত্র রাজনৈতিক দল যারা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়েছে। দেশের যুবদের উন্নয়নের সহায়ক হয়েছে বিজেপি।'
আরও পড়ুন: সাংসদ পদ বাতিলের পর সরকারি বাংলো ছাড়ার চিঠি, রাহুলকে নির্দেশ
দলের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে সামাজিক ন্যায় সপ্তাহ পালন করবে বিজেপি। এ ছাড়াও ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে সরকারের কাজ সম্পর্কে প্রত্যেক সাংসদ সাধারণ মানুষের সঙ্গে মিশে প্রচার করবেন।
সূত্র মারফত জানা গিয়েছে, অরাজনৈতিক অথচ সামাজিক বিভিন্ন ইস্যুতে জোর দিতে বলা হয়েছে বিজেপি সাংসদদের। পরিবেশ রক্ষার উপরে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এপ্রিলে মন কি বাত বেতার বার্তার ১০০ তম পর্ব নিয়ে সাংসদদের ব্যাপকভাবে প্রচার করতে বলা হয়েছে। সূত্রের খবর, দলীয় সাংসদদের প্রধানমন্ত্রী মোদি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিজেপির প্রতিষ্ঠা দিবস থেকে শুরু করে আম্বেদকর জয়ন্তী পর্যন্ত প্রত্যেক সাংসদকে নিজেদের এলাকায় সরকার এবং দলের কাজ সম্পর্কে প্রচার চালিয়ে যেতে বলা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Narendra Modi, TMC