PM Narendra Modi's 69th Birthday: শতব্যস্ততাতেও জন্মদিনে দুপুরের খাওয়া মায়ের সঙ্গেই সারলেন মোদি

PM Narendra Modi's 69th Birthday: শতব্যস্ততাতেও জন্মদিনে দুপুরের খাওয়া মায়ের সঙ্গেই সারলেন মোদি
জন্মদিনে মায়ের কাছে প্রধানমন্ত্রী

ছবিতে দেখা যাচ্ছে, ৯৮ বছর বয়সি হীরাবেন প্রধানমন্ত্রী ছেলের সঙ্গে বসে একসঙ্গে খাচ্ছেন৷ সোমবার রাতে মোদি গুজরাত পৌঁছন৷

  • Share this:

#গান্ধিনগর: ভীষণ কর্মব্যস্ততা রোজই থাকে৷ জন্মদিনে নানা আবদার মেটানো, একাধিক প্রকল্পের উদ্বোধনে তা বেড়েছিল৷ জন্মদিনে শতকাজের মধ্যেও মা-কে সময় দিতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৬৯তম জন্মদিনে দুপুরের খাওয়াটা মায়ের সঙ্গে বসেই সারলেন মোদি৷ সর্দার সরোবর বাঁধ পরিদর্শন-সহ একাধিক কাজ সেরে সোজা মায়ের কাছে৷

ছবিতে দেখা যাচ্ছে, ৯৮ বছর বয়সি হীরাবেন প্রধানমন্ত্রী ছেলের সঙ্গে বসে একসঙ্গে খাচ্ছেন৷ সোমবার রাতে মোদি গুজরাত পৌঁছন৷ খেতে খেতে ছেলের সঙ্গে গল্পেও মাতলেন বৃদ্ধা মা৷ চোখেমুখে স্বাভাবিকই কৃতী ছেলের গর্বের ছাপ স্পষ্ট৷

সর্দার সরোবর বাঁধ পরিদর্শন করে এ দিন মোদি 'নমামী নর্মদা মহোত্‍সব'-এর সূচনা করেন৷ নর্মদা আরতিতেও যোগ দেন প্রধানমন্ত্রী৷

First published: 04:13:10 PM Sep 17, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर