কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশেই তৈরি হয়েছিল সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (SIT)। এবার সেই সিট-এরই এক সদস্য ধরমবীর সিংহ স্বেচ্ছাবসরের আর্জি জানালেন। এ বিষয়ে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করল সিবিআই।
ধরমবীর সিংহ সিবিআইয়ের সুপার পদমর্যাদার এক আধিকারিক। সম্প্রতি তিনি স্বেচ্ছাবসরের আবেদন জানিয়েছেন। কিন্তু, যেহেতু আদালত এই সিট গঠন করেছে, তাই আদালতের অনুমতি ছাড়া ধরমবীর সিংহের এই আবেদনে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। এদিন আদালতে সেই কথাই জানায় সিবিআই।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগেই আত্মপ্রকাশ তৃণমূলেরর নতুন ব্যান্ডের, নাম 'জয়ী'
আরও পড়ুন: ১ এপ্রিল থেকে আরও দামী হচ্ছে ওষুধ! কোন কোন ওষুধ আছে তালিকায় জেনে নিন আগে ভাগে
সব শুনে বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এছাড়াও, সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলে কিছু বাংলাভাষী আধিকারিক নিয়োগ করার ভাবনাচিন্তাও করছেন বিচারপতি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata High court