• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • স্কুলে উপস্থিতি প্রমাণে সেলফি তুলে পাঠানোর নির্দশে প্রাথমিক শিক্ষকদের, না হলে কাটা যাবে ১ দিন বেতন!

স্কুলে উপস্থিতি প্রমাণে সেলফি তুলে পাঠানোর নির্দশে প্রাথমিক শিক্ষকদের, না হলে কাটা যাবে ১ দিন বেতন!

 • Share this:

  #বারাবাঁকি: সেলফি তুলে উপস্থিতি বোঝাতে হবে প্রাথমিক শিক্ষকদের৷ প্রতিদিন স্কুলে আসছেন, তার প্রমাণ হিসেবে তুলে ধরতে হবে সেলফি৷ না হলে কাটা যাবে বেতন৷ এভাবে স্কুলে প্রাথমিক শিক্ষকদের কম উপস্থিতি এবং প্রক্সি উপস্থিতি আটকানোর চেষ্টা করতে চলেছে প্রশাসন৷

  এমনই নির্দেশ পৌঁছেছে প্রাথমিক স্কুলগুলিতে৷ নির্দেশিকায় জানানো হয়েছে যে সকালে স্কুলে এসেই প্রাথমিক শিক্ষকদের তুলতে হবে সেলফি৷ তারপর সেই ছবি আপলোড করতে হবে বেসিক শিক্ষা অধিকারীর ওয়েবপেজে৷ এভাবেই নিজেদের উপস্থিতি বোঝাতে হবে প্রথমিক শিক্ষকদের৷ সকাল ৮-র মধ্যে এই কাজ সেরে ফেলতে হবে সবাইকে৷ না হলেই তারা অনুপস্থিত ধরে নেওয়া হবে এবং কাটা হবে দিনের বেতন৷

  আরও পড়ুনলাগাতার ধর্ষণে গর্ভবতী হল নাবালিকা! ৫ যুবকের বিরুদ্ধে অভিযোগ

  নতুন এই নিয়মকে সেলফি অ্যাটেনডেন্স মিটার বলে জানানো হয়েছে৷ এর মাধ্যমে জেলার প্রায় ৭৫০০ প্রথমিক শিক্ষকের উপস্থিতির হার দেখা হবে৷ নতুন এই নিয়ম চালুর কথা জানানো হয়েছে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায়৷ জেলার বিএসএ আধিকারিক ভি পি সিং জানিয়েছেন যে প্রতিদিন সকাল ৮টার মধ্যে ওয়েবপেজে তুলে দিতে হবে সেলফি৷ প্রাথমিক শিক্ষকরা নিয়মিত স্কুলে আসছেন, স্কুলে সেলফি তোলাতে সেটা স্পষ্ট হবে৷ সঙ্গে আটকানো যাবে তাদের নিয়মিত কামাই করার অভ্যস৷ শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় যে নিজে না এসে অন্য কাউকে পাঠিয়ে নিজেকে উপস্থিত প্রমাণ করেন অনেক শিক্ষক৷ সেলফির নিয়ম লাগু হলে, এই সব অসাধু উপায় বন্ধ হবে মনে করছেন আধিকারিকরা৷ জানানো হয়েছে যে ইতিমধ্যেই ৭০০ প্রাথমিক শিক্ষকের বেতন কাটা হয়েছে অনুপস্থিতির জন্য৷

  First published: