#নাগপুর: মাতৃভাষা নাকি গুরুত্ব হারাচ্ছে ! তাই সমস্যা সমাধানের পথ বাতলাতে এগিয়ে এল আরএসএস ৷ তাদের দাবি, মাতৃভাষাতেই পড়ানো হোক স্কুলে ৷ ইংরেজি নৈব নৈব চ !
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দাবি, ছোট থেকেই পড়ুয়াদের মাতৃভাষায় শিক্ষিত করে তুলতে হবে ৷ কিংবা কোনও ভারতীয় ভাষাতেই পড়াশুনো করানো উচিৎ প্রাইমারি স্কুলগুলিতে ৷ ইংরেজি ভাষার ব্যবহার কমাতে হবে ৷ কারণ ‘ভারতীয়’ ভাষাকে রক্ষা করতে হবে ভারতবাসীকেই ৷ আর এই বিষয়টিতেই সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল আরএসএস ৷ নাগপুরে আরএসএসের প্রতিনিধি সম্মেলনে এমনটাই দাবি করল এক আরএসএস প্রতিনিধি ৷
তবে, ইংরেজি ভাষাকে যে একেবারেই তারা অগ্রগাধিকার দিচ্ছে না, এমনটাও নয় ৷ তাদের দাবি, বিদেশি ভাষাও জানা যথেষ্ট প্রয়োজন৷ তবে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ বিশেষ জরুরি ৷ দেশিয় ভাষায় শিক্ষা গ্রহণকে অগ্রাধিকার দিতে হবে ৷ আর এই বিষয়টিতে জন্য সরকারকেই এগিয়ে আসতে হবে৷
প্রসঙ্গত, সম্প্রতি এনইইটি এবং ইউপিএসসি পরীক্ষা শুরু হয়েছে ভারতীয় ভাষাতে ৷ সেই বিষয়টিকেও স্বাগত জানিয়েছে আরএসএস ৷ এই প্রসঙ্গ টেনেই আরএসএসের দাবি, সমস্ত প্রবেশিকা পরীক্ষাতেই এই ধরণের ব্যবস্থা হওয়া উচিৎ ৷ কারণ রাষ্ট্রসংঘসেবকদের মতে, প্রত্যেকটি ভারতীয় ভাষা আমাদের দেশের সংস্কৃতিকে বহন করে চলে ৷
তবে, শুধু স্কুলেই নয় ৷ সরকারি এবং আইনি কাজকর্মও যাতে ভারতীয় ভাষাতে করা হয় ৷ সেই দাবিও জানিয়েছে আরএসএস ৷ পাশাপাশি অফিসিয়াল কাজে কোনও নিয়োগ কিংবা প্রমোশনের কাজও ইংরেজির বদলে ভারতীয় ভাষাতেই যাতে করা হয় ৷ সেই দাবিও জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Language, NEET, RSS, UPSC