• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • শীঘ্রই দাম বাড়তে চলেছে পাউরুটি ও কেকের

শীঘ্রই দাম বাড়তে চলেছে পাউরুটি ও কেকের

 • Share this:

  #কলকাতা: পেট্রোল, ডিজেলের দাম চড়চড় করে বাড়ছেই। আর প্রায় নিঃশব্দে দাম বাড়ছে অটো এলপিজিরও। অন্যদিকে দাম বাড়ছে রান্নার গ্যাসেরও ৷ মূল্যবৃদ্ধির জেরে একেই মাথায় হাত মধ্যবিত্তের ৷ তার উপর এবার দাম বাড়তে চলেছে পাউরুটি ও কেকের দাম ৷ পাউন্ড প্রতি ৩ থেকে ৪ টাকা দাম বাড়তে চলেছে পাউরুটির ৷ পাশাপাশি দাম বাড়তে চলেছে কেকেরও ৷ নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দাম বাড়ছে বলে জানা গিয়েছে ৷

  আরও পড়ুন: Live: Chhattisgarh1st Phase Election 2018 : বীজাপুরে মাওবাদী-নিরাপত্তারক্ষী সংঘর্ষে আহত ২ কোবরা জওয়ান

  কাঁচামালের দাম বেড়েছে ৷ তাই এই মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে ৷ পেট্রোল, ডিজলের দাম বাড়ার ফলে ইতিমধ্যেই দাম বেড়েছে ময়দা ও চিনির ৷ এর জেরে দাম বাড়বে বেকারি পণ্যের ৷ বিভিন্ন বেকারি কারখানার মালিকরা জানিয়েছেন, দাম না বাড়ালে সমস্যায় পড়বে এর সঙ্গে যুক্ত থাকা মানুষরা ৷ পাশাপাশি গুণগত মান ঠিক রাখাও সম্ভব হবে না ৷ ফলে দাম বাড়ানো অনিবার্য হয়ে পড়েছে ৷

  আরও পড়ুন: ভোরে মাও-IED কাঁপাল ভোটের দান্তেওয়াড়া

  First published: