#নয়াদিল্লি: ২০২০ -র ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বিভিন্ন জটিল অঙ্কের পাশাপাশি সাধারণ মানুষের যে বিষয়ে নজর থাকে তাহল কোন জিনিসের দাম বাড়ল আর কোন কোন জিনিসের দাম কমল ৷
এবারের বাজেটে প্রতিবারের মতো দাম বাড়ল সিগারেট ও তামাকজাত দ্রব্যের দাম ৷ এর পাশাপাশি বিদেশ থেকে আমদানীকৃত বেশ কিছু জনপ্রিয় জিনিসে আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র সরকার ৷
আমদানীকৃত আসবাবপত্রের দাম বাড়ছে, দাম বাড়ছে ওয়াল মাউন্টেড ফ্যানের ৷ কারণ কাস্টমস ডিউটি ৭.৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে ৷ এছাড়াও বাড়ছে স্টিল, তামা ও চিনামাটির বাসনপত্রের দাম বাড়াল ৷ কারণ কাস্টমস দ্বিগুণ বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে ৷
আরও পড়ুন - ৯ বছরের বিরাটকে দেখে বুঝেছিলাম ও অন্য রেসের ঘোড়া: রাজকুমার শর্মা
এই বাজেটে দাম বেড়েছে জুতোর, সিলিং ফ্যানের ৷ দামি হচ্ছে বিদেশ থেকে আমদানি করা চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম।রসায়নিক দ্রব্যের দাম বাড়ল এই বাজেটে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Budget 2020