#নয়াদিল্লি: বুধবারেই লোকসভায় পাশ হয়ে গিয়েছিল আর্থিক ভাবে দূর্বল উচ্চবর্ণের ১০% সংরক্ষণ বিল । বিরোধীদের আপত্তি থাকলেও সংসদের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এই বিল । আজ এই বিলে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার ফলে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ আইনে রুপান্তরিত হবে এই বিল ।
সরকারি চাকরির ক্ষেত্রে আর্থিক ভাবে দূর্বল জেনারেল প্রার্থীদের জন্য এবার থেকে ১০% স্থান সংরক্ষিত থাকবে ।President Ram Nath Kovind gives nod to 10% quota bill for economically weaker section in general category. pic.twitter.com/PDvx3OD58u
— ANI (@ANI) January 12, 2019