#নয়াদিল্লি: ৭১ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভাষণ দিলেন রাষ্ট্রপতির ৷ জাতির উদ্দেশ্যে দেশের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানান,
‘দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ৷ দেশ স্বাধীনের জন্য জীবন দিয়েছেন বহু মানুষ ৷ স্বাধীনতার জন্য অনেক মানুষ প্রাণ ত্যাগ করেছেন৷ স্বাধীনতা সংগ্রামীদের কোনও দিন ভুলব না ৷ স্বাধীনতার জন্য শহিদদের অনুসরণ আমরা করছি৷ ’নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ আমাদের পথ দেখায় ৷ গান্ধিজির দেখানো পথেই আমাদের চলতে হবে ৷ ’
কোবিন্দের কথায়, ‘আগে মেয়ের বিয়ের জন্য একে অপরকে সাহায্য করত ৷ অনেক সংগঠন সেবার কাজ করছে ৷ সরকার-নাগরিক একসঙ্গে দেশের কাজ করা উচিত ৷ সরকার শৌচালয় তৈরি করছে ৷ শৌচালয় প্রতিটি বাড়িতে তৈরি নিজেদের জমিদারি ৷ সরকার বেটি পড়াও নিয়ে পদক্ষেপ করছে ৷ মেয়েদের পড়ানো নিয়ে সকলের জামিদারি ৷ সরকার জিএসটি চালু করেছে ৷ জনগণের উচিত জিএসটি সঠিকভাবে পরিচালনা করা ৷ ’
‘সরকার আইন তৈরি করতে পারে’