#নয়াদিল্লি: রাষ্ট্রপতি পদপ্রার্থী নাম চূড়ান্ত করতে আগামিকাল বৈঠকে বসছে বিজেপি। সেই বৈঠকের পর এই রাষ্ট্রপতি পদপ্রার্থী পথে এন ডি এ প্রার্থীর নাম ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। আগামী ২৪ অথবা ২৫ জুন মনোনয়ন পেশ করবেন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী। ১৮ জুলাই রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ।
আগামিকাল রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে নাম চূড়ান্ত করতে বৈঠকে বসছে বিরোধী শিবির। ইতিমধ্যেই শরদ পাওয়ার ফারুক আব্দুল্লাহ পর রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে অনিচ্ছা প্রকাশ করেছেন গোপালকৃষ্ণ গান্ধি। ফলে, রাষ্ট্রপতি পদে বিরোধীরা ঐক্যবদ্ধ ভাবে যে তিন জনকে প্রার্থী করার কথা ভাবছিলেন, তাঁরা প্রত্যেকেই প্রস্তাব খারিজ করলেন৷ ফলে এবার নতুন করে কাউকে প্রার্থী করার কথা ভাবতে হবে বিরোধীদের৷
বিবৃতি জারি করে গোপালকৃষ্ণ গান্ধি লিখেছেন, 'গভীর ভাবে এই প্রস্তাব নিয়ে চিন্তা করারপর আমি দেখলাম, িবরোধী ঐক্য ছাড়াও বিরোধী পক্ষের প্রার্থী এমন কারও হওয়া উচিত যিনি জাতীয় স্তরে মতৈক্য গড়ে তুলতে পারবেন৷ আমার মনে হয় এই কাজটি করার জন্য আরও ভাল কাউকে নিশ্চয়ই পাওয়া যাবে৷'
কয়েকদিন আগেই দিল্লিতে বিরোধীদের প্রার্থী নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনিই গোপালকৃষ্ণ গান্ধির নাম প্রস্তাব করেছিলেন৷ নিজেদের প্রার্থী ঠিক করতে দিল্লির পর মুম্বইয়ে ফের বৈঠকে বসতে চলেছেন বিরোধী পক্ষের নেতারা৷ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধীদের প্রথম পছন্দ ছিলেন শরদ পাওয়ার৷ কিন্তু তিনি প্রার্থী হতে রাজি হননি৷ কাশ্মীরের রাজনীতিতে সময় দিতে চান বলে যুক্তি দিয়ে প্রস্তাব ফিরিয়ে দেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ৷ এবার একই পথে হেঁটে বিরোধী শিবিরের সমস্যা বাড়ালেন গোপালকৃষ্ণ গান্ধি৷
সূত্রের খবর, এই বৈঠকের কাণ্ডারী হতে চলেছেন এনিসিপি প্রধান শরদ পাওয়ার। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধীদের বৈঠকে গিয়েছিলেন অভিষেক। এবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলীয় ওই বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থীর নাম বিষয়ে সিদ্ধান্ত নিতে উপস্থিত থাকবেন না। তাঁর বদলে প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের বিশ্লেষণ, এর আগে যে বৈঠক হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কিন্তু এবারের বৈঠকে তৃণমূলের সুপ্রিমোর অনুপস্থিতি ব্যুমেরাং হয়ে দেখা দিতে পারত তৃণমূলের। বিজেপি বিরোধী সব শক্তিকে একজোট হওয়ার যে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্বাসের ভিত দুর্বল হয়ে যেত। কংগ্রেস সহ একাধিক বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদতে বিজেপিকে মদত জোগানোর অভিযোগ তুললেও সেই বার্তাকে ভুল প্রমাণ করতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন এই বৈঠকে।
RAJIB CHAKRABORTY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP