ফের হাতির মৃত্যু। মৃত্যু নয়, হত্যা। পূর্ণ বয়স্ক মাদি হাতির সঙ্গেই মর্মান্তিক ভাবে শেষ হয়ে গেল তার অনাগত সন্তান। এবার কর্নাটকের কোডাগু জেলার ঘটনা। শনিবার গ্রামে ঢুকে পড়ায় এক অন্তঃসত্ত্বা হস্তিনীকে গুলি করে মারার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
এর আগে ২০২০ সালে জুন মাস নাগাদ কেরলে এক অন্তঃসত্ত্বা হস্তিনীর মৃত্যু হয়েছিল তরমুজ খেতে গিয়ে। সেই তরমুজের মধ্যে মানুষ ভরে রেখেছিল বিস্ফোরক, হাতির হানা থেকে ফসল বাঁচানোর কৌশল হিসেবে।
আরও পড়ুন: আপনার হাতে মাছের ঝোল খাব, ভিডিওকলে হঠাৎ শাহরুখ! ক্যানসার আক্রান্তের শেষ ইচ্ছাপূরণ
এবার গ্রামে ঢুকে পড়া বছর কুড়ির হাতিটিকে তাড়া করে মেরেছেন গ্রামের বাসিন্দারা, এমনই অভিযোগ। জানা গিয়েছে, গত শনিবার গভীর রাতে কোডাগু জেলার কুশলানগর তালুকের রসুলপুরা বালুগোডিতে একটি কফি বাগানে ঢুকেছিল ১০ মাসের অন্তঃসত্ত্বা হস্তিনীটি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নদী পেরিয়ে বাগানে ঢুকেছিল সে, খাবারের সন্ধানে। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে তাড়া করে গুলি করে মারে। খেতের ভিতরেই লুটিয়ে পড়ে হাতিটির দেহ।
কোডাগু জেলায় বন্যপ্রাণী ও মানুষের মধ্যে সংঘর্ষ ক্রমশ তীব্র হচ্ছে। প্রতি বছরই খেতের ফসল নষ্ট করতে গ্রামে ঢোকে হাতির পাল। আসলে ক্রমাগত নষ্ট হচ্ছে বনাঞ্চল। বনভূমি এলাকা কমে যাওয়ার খাদ্য ও পানীয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে বন্যপ্রাণীদের জন্য। ফলে খাদ্যের সন্ধানে তারা হানাদারি চালাচ্ছে মনুষ্যবসতি এলাকায়। রসুলপুর ও বালুগোডির মতো এলাকার পাশেই রয়েছে জঙ্গল। সেখানে প্রচুর হাতির বাস। প্রায়ই রাতের দিকে তারা খাদ্যের সন্ধানে হানা দেয় ফসল খেতে।
স্থানীয় মানুষের নিরাপত্তার জন্য বন দফতরের তরফ থেকে বনের ধারে খেতের সীমানায় সৌর বৈদ্যুতিক বেড়া তৈরি করে দেওয়া হয়েছে। অভিযোগ, সেগুলি ঠিক মতো কাজ করে না। তাই হাতি সহজেই বাগানে ঢুকে পড়ে।
ওই রাতেও কফি বাগানে হাতির মৃত্যুর খবর পেয়েই মাদিকেরি ডিএফও শিবরাম বাবু, কুশলানগরের আরএফও শিবরাম, দুবারে রেঞ্জের ডিআরএফও কেপি রঞ্জন এলাকায় আসেন। যে বাগানে হাতিটির মৃত্যু হয়েছে, সেই বাগানের মালিক ডিম্পু এবং দীনেশ নামের স্থানীয় আর এক বাসিন্দার নামে অভিযোগ রয়েছে। তাঁদের খুঁজছে বন দফতরের আধিকারিকরা।
বন দফতরের দাবি, যেখানে হাতিটির দেহ পাওয়া গিয়েছে, সেখানেই মিলেছে কার্তুজের খোল। এ থেকে অপরাধীদের সন্ধান পাওয়া সহজ হবে। ডিম্পু এবং দীনেশ আপাতত পলাতক।
আরও পড়ুন: ঘোড়া নিয়ে যাচ্ছিলেন দু’জন, হঠাৎ হিট স্ট্রোকে মৃত্যু ঘোড়ার! তার পর যা ঘটল…
ময়নাদতন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, পর পর দু’টি গুলি উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করা হয়েছিল। একটি গুলি লেগেছিল হাতিটির মাথায়, অন্যটি ঘাড়ে। শিবরাম বাবু জানান, ঘটনাস্থলেই হাতিটি মারা যায়।
ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, ১০ মাসের অন্তঃসত্ত্বা ছিল মৃত হস্তিনী। আর কয়েক মাস পরই তার সন্তান ভূমিষ্ট হওয়ার কথা ছিল। মায়ের সঙ্গে সঙ্গে অনাগত সন্তানেরও মৃত্যু হয়েছে শনিবার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।