Home /News /national /
Prashant Kishor Meets Nitish Kumar: হঠাৎই নীতীশ কুমারের সঙ্গে নৈশভোজে প্রশান্ত কিশোর! জল্পনা তুঙ্গে, কী বললেন ভোট গুরু?

Prashant Kishor Meets Nitish Kumar: হঠাৎই নীতীশ কুমারের সঙ্গে নৈশভোজে প্রশান্ত কিশোর! জল্পনা তুঙ্গে, কী বললেন ভোট গুরু?

পিকে নীতীশ সাক্ষাতে জোর জল্পনা৷ Photo-File

পিকে নীতীশ সাক্ষাতে জোর জল্পনা৷ Photo-File

নীতীশ কুমারের ঘনিষ্ঠরা দাবি করছেন, প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করে সম্ভবত বিজেপি-কেই বার্তা দিতে চাইলেন বিহারের মুখ্যমন্ত্রী (Prashant Kishor Meets Nitish Kumar)৷

 • Share this:

  #দিল্লি: তৃণমূলের সঙ্গে তাঁর সংস্থা আইপ্যাক-এর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে৷ এরই মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে নৈশভোজ সারলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor Meets Nitish Kumar)৷ যে নীতীশ কুমারকে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) রাজনৈতিক গুরু হিসেবেই চেনেন সবাই৷ তবে মাঝের কয়েক বছরে অবশ্য নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্কের অবনতি হয়েছিল৷ নীতীশ কুমারের অন্যতম কঠোর সমালোচকও হয়ে উঠেছিলেন ভোট কুশলী পিকে৷

  ২০২০ সালে প্রশান্ত কিশোরকে তাঁর দল জেডিইউ থেকে বহিষ্কার করেছিলেন নীতীশ কুমার৷ তার পর এই প্রথম গত শুক্রবার দিল্লিতে নীতীশ কুমারের বাসভবনে দু' জনের বৈঠকে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে৷ গতকাল, শুক্রবার রাতে প্রায় ঘণ্টা দু'য়েক ধরে এই বৈঠক হয় বলে খবর৷

  আরও পড়ুন: সর্ষের মধ্যেই ভূত, লস্করকে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার NIA-র প্রাক্তন অফিসার!

  নীতীশ কুমার নিজেও সাংবাদিকদের সামনে বৈঠকের কথা স্বীকার করে নিয়েছেন৷ তবে তাঁর দাবি, প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক৷ বৈঠকের বিষয়বস্তু নিয়ে তিনি বিশেষ কিছু বলতে চাননি৷

  প্রশান্ত কিশোরও দাবি করেছেন, এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল৷ ভোট কুশলীর দাবি, নীতীশ কুমার ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর পেয়ে তিনি ফোন করেছিলেন৷ তখনই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন নীতীশ কুমার৷ শেষ পর্যন্ত শুক্রবার সেই সাক্ষাৎ হয়৷ একই সঙ্গে জল্পনার অবসানে প্রশান্ত কিশোর দাবি করেছেন, এখনও রাজনৈতিক মতাদর্শের দিক থেকে তিনি এবং নীতীশ কুমার ভিন্ন মেরুতেই অবস্থান করছেন৷

  আরও পড়ুন: চাইছেন মণিপুরের মানুষ, তাই নির্বাচনের ময়দানে নির্দল হয়ে নামছেন মেরি কমের স্বামী

  নীতীশ কুমারের ঘনিষ্ঠরা দাবি করছেন, প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করে সম্ভবত বিজেপি-কেই বার্তা দিতে চাইলেন বিহারের মুখ্যমন্ত্রী৷ কারণ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিষয়ে নীতীশ কুমারের সমালোচনা শোনা গিয়েছে বিজেপি নেতাদের মুখে৷

  আবার প্রশান্ত কিশোরও সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে নীতীশ কুমারের ভূয়সী প্রশংসা করেছেন৷ পাশাপাশি নীতীশ কুমারের সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপন হলে তিনি যে খুশিই হবেন, সেই বার্তাও দিয়েছিলেন প্রশান্ত কিশোর৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: NITISH KUMAR, Prashant Kishor

  পরবর্তী খবর