Home /News /national /
Prashant Kishor- Navjot Sidhu Tie Up: এবার কি প্রশান্ত কিশোরের সঙ্গে সিধুর যুগলবন্দি? দুয়ে দুয়ে চার করছে এই কারণগুলি

Prashant Kishor- Navjot Sidhu Tie Up: এবার কি প্রশান্ত কিশোরের সঙ্গে সিধুর যুগলবন্দি? দুয়ে দুয়ে চার করছে এই কারণগুলি

প্রশান্ত কিশোরের সঙ্গে সিধু৷ Photo-Twitter

প্রশান্ত কিশোরের সঙ্গে সিধু৷ Photo-Twitter

সিধু ঘনিষ্ঠদের সূত্রেও খবর, প্রাক্তন ভারতীয় ওপেনার নাকি এবার হয় নিজের রাজনৈতিক দল শুরুর কথা ভাবছেন৷

 • Share this:

  #কলকাতা: এবার কি নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন প্রশান্ত কিশোর৷ হঠাৎ করেই সেই সম্ভাবনা উস্কে দিয়েছে প্রশান্ত কিশোরের সঙ্গে সিধুর একটি ছবি৷ ভোট কুশলী পিকে এবং কংগ্রেস নেতা সিধুর যুগলবন্দির পিছনে একাধিক কারণও উঠে আসছে৷

  তিনি যে এবার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন, গত কয়েক দিনে তা স্পষ্ট করে দিয়েছেন প্রশান্ত কিশোর৷ অন্য দিকে পঞ্জাবে কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলের মধ্যে যথেষ্ট কোণঠাসা সিধু৷ সূত্রের খবর, একদা গাঁধিদের ঘনিষ্ঠ সিধুর ফোনও নাকি এখন ধরছেন না তাঁরা৷৷

  আরও পড়ুন: আদৌ কি আর বিধায়ক থাকতে পারবেন মুকুল রায়? সব নজর ১২ মে!

  ফলে সিধুর রাজনৈতিক ভবিষ্যতও এই মুহূর্তে ধোঁয়াশার মধ্যে রয়েছে৷ এরই মধ্যে কংগ্রেসে পিকে-র যোগদানের সম্ভাবনা যেদিন ভেস্তে গেল, সেদিনই প্রশান্ত কিশোরকে চণ্ডীগড়ে সিধুর সঙ্গে দেখা যায়৷ প্রশান্ত কিশোরের ভূয়সী প্রশংসাও শোনা যায় সিধুর গলায়৷ এর কয়েকদিনের মধ্যেই পটনায় জন সুরজ পদযাত্রার কথা ঘোষণা করেন প্রশান্ত কিশোর৷ জন সুরজ যাত্রার জন্য প্রশান্ত কিশোরকে আগাম অভিনন্দনও জানান কংগ্রেস নেতা৷

  এই সূত্রেই দুয়ে দুয়ে চার করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ কারণ এই জন সুরজ যাত্রা আসলে প্রশান্ত কিশোরের নিজের রাজনৈতিক দল তৈরির প্রথম পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে৷ ফলে এই যাত্রায় আম জনতার নজর কেড়ে নেওয়া যে গুরুত্বপূর্ণ, তা ভাল ভাবে জানেন প্রশান্ত কিশোর৷ সেই কারণেই সিধুর মতো পরিচিত মুখকে তাঁর বেশি করে প্রয়োজন বলেই মনে করা হচ্ছে৷ পাশাপাশি, আম জনতার দাবি দাওয়া নিয়ে সরব হওয়ার জন্যও সিধু আদর্শ৷ ফলে সিধু এবং প্রশান্ত কিশোর নিছকই যে আর খুব ভাল বন্ধু হিসেবে নিজেদের সম্পর্ক সীমাবদ্ধ রাখবেন না, তা বলাই বাহুল্য৷

  আরও পড়ুন: ২৫শে বৈশাখে রবীন্দ্র স্মরণ, কবিগুরুর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ট্যুইটবার্তা  

  সিধু ঘনিষ্ঠদের সূত্রেও খবর, প্রাক্তন ভারতীয় ওপেনার নাকি এবার হয় নিজের রাজনৈতিক দল শুরুর কথা ভাবছেন৷ তা না হলে নিজের নতুন ইনিংস শুরু করার একটি মঞ্চ খুঁজছেন৷ ফলে প্রশান্ত কিশোর এখন তাঁর সহায় হতেই পারেন৷ তবে পিকে ঘনিষ্ঠরা অবশ্য এখনই সেরকম কোনও সম্ভাবনা নেই বলে দাবি করছেন৷

  বিহারে নিজের পায়ের তলার জমি ফিরে পেতে মরিয়া প্রশান্ত কিশোর৷ কারণ নীতিশ কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হওয়া সত্ত্বেও প্রশান্ত কিশোরের হাত ধরতে নারাজ লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদব৷ এই পরিস্থিতিতে বিহারের তরুণ প্রজন্মের সমর্থন আদায় করা প্রশান্ত কিশোরের কাছে বড় চ্যালেঞ্জ৷ সেই কারণে প্রাক্তন ভারতীয় ওপেনার এবং জনপ্রিয় মুখ হিসেবে সিধু প্রশান্ত কিশোরের কাজে লাগতে পারেন৷ শুধু সিধুই নন, জাতীয় রাজনীতির আরও বেশ কয়েকজন পরিচিত এবং জনপ্রিয় মুখও পিকে-র নতুন মঞ্চে যোগ দিতে পারেন বলেই খবর৷

  Pallavi Ghosh

  Published by:Debamoy Ghosh
  First published:

  পরবর্তী খবর