#কলকাতা: ফের কংগ্রেস ও সনিয়া গান্ধির সঙ্গে বৈঠকে বসলেন প্রশান্ত কিশোর। সোমবার সনিয়া গান্ধির বাড়িতে এই বৈঠক শুরু হয়। বৈঠকে হাজির হন প্রশান্ত। কংগ্রেস সূত্রে খবর, আসন্ন নির্বাচনগুলিতে পিকে-এর দায়িত্ব নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। কী ভাবে বিজেপি বিরোধিতার সুর তৈরি করবে কংগ্রেস, সেই বিষয়ে স্পষ্ট একটি ধারণা তৈরি হতে পারে এই বৈঠকের পরে। তবে এই প্রথম নয়, এর আগেও সনিয়া-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পিকে বৈঠক করেছেন।
গত ১৬ এপ্রিল হওয়া সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তারও একটি আভাস পাওয়া গিয়েছিল। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৩৭০ থেকে ৪০০টি আসন পেতে গেলে কী রণকৌশল নেওয়া উচিত, সে দিন কংগ্রেস নেতৃত্বকে তা নিয়ে পিকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও দিয়েছেন বলে সূত্রের খবর৷ তবে সেই চেষ্টায় সফল হতে গেলে যে রাজ্যগুলিতে কংগ্রেস দুর্বল, সেখানে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কৌশলগত জোট বাঁধার পক্ষেও সওয়াল করেছেন পিকে৷ একই সঙ্গে নিঃশর্তভাবে তিনি কংগ্রেসে যোগদান করতেও ইচ্ছুক বলে প্রশান্ত কিশোর এ দিন সনিয়া-রাহুলদের বার্তা দিয়েছেন বলে খবর৷
আরও পড়ুন : বাণিজ্যে বসতে লক্ষ্মী! বাংলার বিশ্ববঙ্গ সম্মেলনে 'সর্ববৃহৎ' প্রতিনিধি দল পাঠাচ্ছে ব্রিটেন
শনিবারই দিল্লিতে সনিয়া গাঁধির বাড়িতে বৈঠকে বসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ গত বেশ কয়েক মাস ধরেই প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের জল্পনা ছড়িয়েছে৷ যদিও বার বারই সেই দাবি নস্যাৎ করেছেন প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠরা৷
Rajib Chakrabarty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Prashant Kishor