• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বিতর্কিত ট্যুইট মুছে ক্ষমা চাইলেন প্রশান্ত ভূষণ

শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বিতর্কিত ট্যুইট মুছে ক্ষমা চাইলেন প্রশান্ত ভূষণ

বিতর্ক ও চাপে পড়ে অবশেষে সোশ্যাল মিডিয়া থেকে ট্যুইট মুছে ক্ষমা চাইলেন স্বরাজ ইন্ডিয়ার নেতা ও সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী প্রশান্ত ভূষণ।

বিতর্ক ও চাপে পড়ে অবশেষে সোশ্যাল মিডিয়া থেকে ট্যুইট মুছে ক্ষমা চাইলেন স্বরাজ ইন্ডিয়ার নেতা ও সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী প্রশান্ত ভূষণ।

বিতর্ক ও চাপে পড়ে অবশেষে সোশ্যাল মিডিয়া থেকে ট্যুইট মুছে ক্ষমা চাইলেন স্বরাজ ইন্ডিয়ার নেতা ও সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী প্রশান্ত ভূষণ।

 • Share this:

  #নয়াদিল্লি: বিতর্ক ও চাপে পড়ে অবশেষে সোশ্যাল মিডিয়া থেকে ট্যুইট মুছে ক্ষমা চাইলেন স্বরাজ ইন্ডিয়ার নেতা ও সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী প্রশান্ত ভূষণ। একইসঙ্গে ট্যুইটারে নিজের পদক্ষেপের সমর্থনে সাফাইও দেন এই অভিজ্ঞ আইনজীবী ৷

  যোগীর রাজ্যে অ্যান্টি-রোমিও স্কোয়াডের কার্যকলাপ নিয়ে মন্তব্য করতে গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে ‘ইভটিজার’-এর তুলনা টেনে ট্যুইট করেন এই প্রবীণ আইনজীবী ৷ তিনি লিখেছিলেন, আর রোমিও তো শুধু একজন মেয়েকেই ভালবেসে ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তো লেজেন্ডারি ইভটিজার ছিলেন। তাহলে ইভটিজার ঠেকাতে অ্যান্টি রোমিও স্কোয়াড কেন, রাস্তায় নামা স্কোয়াডের নাম তো তাহলে রাখা উচিত অ্যান্টি কৃষ্ণ স্কোয়াড ।

  এরপরই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ হিন্দু দেবতাকে অপমানের কারণে দায়ের হয় একের পর এক এফআইআর ৷ বিজেপি নেতা থেকে কংগ্রেস নেতা অভিযোগ জানাতে পিছিয়ে ছিলেন না কেউই ৷

  সমালোচনার চাপে ট্যুইটারে সাফাই দিয়ে প্রশান্ত ভূষণ দাবি করেন, তার ট্যুইটকে বিকৃত করে দেখানো হয়েছে ৷ তিনি বলতে চেয়েছিলেন, অ্যান্টি রোমিও স্কোয়াডের কার্যকলাপ ও যুক্তির অনুযায়ী তো শ্রীকৃষ্ণও তাহলে ইভটিজার ৷

  তাতে বিতর্ক কমার বদলে আরও বেড়ে যায় ৷ অবশেষে সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বিতর্কিত ট্যুইটটি মুছে দিয়ে, নিঃশর্ত ক্ষমা চেয়ে নিলেন ৷ এদিন ট্যুইট করে প্রশান্ত বলেন, ‘আমার মনে হয়েছে আমার ট্যুইটকে ভুল বুঝেছেন মানুষ ৷ তাতে অনেকের অনুভূতি আহত হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি এবং আমি ট্যুইটটি তুলে দিচ্ছি ৷ ’

  First published: