#নয়াদিল্লি: রবিবার আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা ভাইরাসের জেরে এবার ভাচুর্য়াল-ই দেশাবাসীকে যোগব্যায়ামের গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী ৷
এদিন প্রধানমন্ত্রী মোদি জানান, ‘করোনার প্রকোপ আমাদের জীবনকে অনেকটাই আগের থেকে অন্যরকম করে দিয়েছে৷ আর এই বদলে যাওয়া জীবনকে নিয়েই আমাদের এগিয়ে চলত হবে ৷ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে উন্নতির পথে ৷ আর এ বিষয়ে যোগ ব্যায়ামের গুরুত্ব অপরিসীম ৷ ’
প্রধানমন্ত্রী মোদির কথায়, ‘এবারের যোগা দিবস একেবারেই ঘরে থেকে পালন করুন ৷ এবার বরং একসঙ্গে গুরুত্ব পাক গোটা পরিবারের স্বাস্থ্য ৷ তাই পরিবারের সঙ্গে সম্পর্কের সুতোকে আরও অটুট করে মেতে উঠুন আন্তর্জাতিক যোগা দিবসে ৷’
মোদির কথায়, ‘করোনা মোকাবিলায় প্রাণায়াম খুবই কাজ দেয় ৷ রোজ অভ্যাস করুন এই যোগ ৷ আপনার ইমিউনিটিও বাড়তে সাহায্য করবে প্রাণায়াম ৷ ’
মোদি জানান, ‘যোগ ব্যায়াম শরীর ও মনকে সুস্থ ও সবল করে ৷ কঠিন পরিস্থিতিতে নিজের মনকে দৃঢ় রাখতে সাহায্য করে যোগ ব্যায়াম ৷ তাই নিজের মানসিক ও স্বাস্থ্যের উন্নতির জন্য যোগ ব্যায়াম অত্যন্ত জরুরী ৷’
সঙ্গে মোদি আরও জানালেন, ‘গোটা বিশ্ব থেকে মানুষ My Life-- My Yoga-তে অংশ নিয়েছে ৷ যার থেকে বোঝা যায়, যোগ ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হয়ে উঠেছে ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus Eclipses Celebrations, International Yoga Day 2020, Narendra Modi, Yoga Day 2020