#নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় একটি অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কে জমে থাকা রক্ত বা ব্লাড ক্লট বের করা হয়েছে৷ তাঁকে আপাতত ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে দিল্লিতে সেনা হাসপাতালে৷ সোমবার তাঁর অস্ত্রোপচারের আগে টেস্টে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে৷ প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ কীর্ণাহারে প্রণববাবুর গ্রামের বাড়িতে মঙ্গলবার মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়েছে তাঁর সুস্থতা কামনা করে৷
Wishing former President Shri Pranab Mukherjee a speedy recovery.
— Rahul Gandhi (@RahulGandhi) August 10, 2020
সূত্রের খবর, রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি৷ আজ অর্থাত্ সোমবার সকালে ডান অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিত্সকরা অপারেশনের সিদ্ধান্ত নেন৷ অপারেশনের আগে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে৷ সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, প্রণববাবুর অস্ত্রোপচার সফল হয়েছে৷
On a visit to the hospital for a separate procedure, I have tested positive for COVID19 today. I request the people who came in contact with me in the last week, to please self isolate and get tested for COVID-19. #CitizenMukherjee
— Pranab Mukherjee (@CitiznMukherjee) August 10, 2020
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ এ দিন হাসপাতালে প্রণববাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ তিনি ২০ মিনিট হাসপাতালে ছিলেন৷
প্রণববাবুর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করছেন দেশের একের পর এক রাজনৈতিক নেতা থেকে নানা মহলের বিশিষ্ট ব্যক্তিত্ব৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pranab Mukherjee