#পঞ্জাব: নতুন কৃষি আইন পাস করার প্রতিবাদে আগেই এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছিল শিরোমণি অকালি দল৷ এবার কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রতিবাদে পদ্মবিভূষণ পুরস্কার ফিরিয়ে দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল৷
২০১৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন প্রকাশ সিং বাদল৷ কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রতিবাদেই তিনি এই সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ৯২ বছর বয়সি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
শুধু প্রকাশ সিং বাদলই নন, কৃষকদের আন্দোলনের সমর্থনে পঞ্জাবের একঝাঁক ক্রীড়াবিদ এবং কোচরাও তাঁদের পাওয়া পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ পাশাপাশি আগামী ৫ ডিসেম্বর আন্দোলনরত কৃষকদের সমর্থনে দিল্লি যাওয়ার ডাক দিয়েছেন এই ক্রীড়া ব্যক্তিত্বরা৷
সবমিলিয়ে কৃষকদের আন্দোলন নিয়ে প্রবল চাপে কেন্দ্রীয় সরকার৷ এ দিনই দ্বিতীয় দফায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক সংগঠনের নেতাদের আলোচনায় বসার কথা৷
কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা৷ গত ছ' দিন ধরে দিল্লি- হরিয়ানা সীমান্তে অবস্থান করছেন কয়েক হাজার কৃষক৷ যাঁদের অধিকাংশই এসেছেন পঞ্জাব থেকে৷ ক্রমেই গোটা দেশে এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ছে৷ এ দিনই বিষয়টি নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর সঙ্গে আলোচনায় বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷