হোম /খবর /দেশ /
পঞ্জাবে কয়লার সঙ্কট তীব্র, কমল বিদ্যুৎ উৎপাদন! রাজ্য জুড়ে লোডশেডিং

Punjab Power Crisis: পঞ্জাবে কয়লার সঙ্কট তীব্র, কমল বিদ্যুৎ উৎপাদন! রাজ্য জুড়ে লোডশেডিং

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

পঞ্জাবের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে মাত্র পাঁচ দিন কাজ চালানোর মতো কয়লা মজুত করা রয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#চণ্ডীগড়: কয়লার সঙ্কট (Coal Shortage) তীব্র হল পঞ্জাবে৷ যার জেরে পঞ্জাবের সরকারি সংস্তা পিএসপিএল বিদ্যুৎ উৎপাদন কমানো এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিল (Punjab Power Crisis)৷ পিএসপিএল-এর এক কর্তা এনডিটিভি-কে জানিয়েছেন, পঞ্জাবে কয়লার উপরে নির্ভরশীল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে ক্ষমতার তুলনায় উৎপাদন অনেকটাই কমানো হয়েছে৷ পিএসপিএল-এর ওই কর্তা আরও জানিয়েছেন, রাজ্যের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে মাত্র পাঁচ দিন কাজ চালানোর মতো কয়লা মজুত করা রয়েছে৷

 এই মুহূর্তে পঞ্জাবে (Punjab) দৈনিক বিদ্যুতের চাহিদা ৯ হাজার মেগা ওয়াট৷ বিদ্যুৎ দফতরের কর্তারা জানাচ্ছেন, কৃষি ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির পাশাপাশি দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকার কারণেও বিদ্যুতের চাহিদা বাড়ছে৷ বিদ্যুৎ দফতরের কর্তারা অল্প সময়ের জন্য লোডশেডিংয়ের কথা বললেও রাজ্যের বিভিন্ন প্রান্তে দুই থেকে তিন ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ উঠছে৷

আরও পড়ুন: পুজোয় বড় উপহার রেলের, রাঁচি থেকে বৈষ্ণোদেবী ঘুরে আসতে পারেন স্পেশাল ট্রেনে

সরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতেল চার থেকে পাঁচ দিনের কয়লা মজুত থাকলেও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুিলতে মাত্র দু' দিনের কয়লা মজুত করা রয়েছে৷ সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথোরিটির গাইডলাইন অনুযায়ী, কয়লা খনির থেকে এক হাজার কিলোমিটারের দূরত্বে অবস্থিত খনিগুলিতে ন্যূনতম এক মাসের কয়লা মজুত করে রাখার কথা৷ কিন্তু এই মুহূর্তে পঞ্জাবে সেই গাইডলাইন মেনে চলা সম্ভব হচ্ছে না৷ শুক্রবার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কিছুটা কয়লা সরবরাহ করাহয়েছে৷

এই পরিস্থিতিতে পিএসপিএল বিদ্যুৎ কেনার পথে হাঁটতে বাধ্য হয়েছে৷ কিন্তু তাতে প্রতি ইউনিট পিছু খরচ ১০ টাকার উপরে চলে যাচ্ছে৷ রাজ্যে কয়লার সরবরাহ বৃদ্ধির জন্য কেন্দ্রকে চিঠি লিখেছেন পিএসপিএল-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এ বেণুপ্রসাদ৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Punjab