corona virus btn
corona virus btn
Loading

বরেলিতে মিলল ‘মুসলিম হটাও’ পোস্টার

বরেলিতে মিলল ‘মুসলিম হটাও’ পোস্টার

উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের পর এক সপ্তাহ কাটতে না কাটতেই সামনে এল মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের ঘটনা ৷

  • Share this:

#বরেলি: উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের পর এক সপ্তাহ কাটতে না কাটতেই সামনে এল মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের ঘটনা ৷ অনেকটা নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অনুসরণে বরেলিতে মুসলিমদের দেশ ছাড়া করার জন্য পোস্টার পড়ল বরেলিতে ৷ অবিলম্বে দেশ ছেড়ে না গেলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে পোস্টারে ৷

উত্তরপ্রদেশের বরেলি থেকে ৭০ কিমি দূরে অবস্থিত জিয়ানাগলা এলাকার ২৪টিরও বেশি জায়গায় মুসলিম বিরোধী এই পোস্টার পাওয়া গিয়েছে ৷ পোস্টারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছয় দেশের মুসলিম শরণার্থীদের জন্য তৈরি বিতর্কিত অভিবাসন নীতির প্রসঙ্গ টেনে এনে লেখা হয়েছে, ‘ট্রাম্প আমেরিকায় যা করছে আমরা আমাদের গ্রামে তা করতে চাই ৷ বিজেপি এখন আমাদের রাজ্যে ক্ষমতায় ৷ মুসলিম সম্প্রদায়ভুক্ত বাসিন্দাদের অবিলম্বে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে ৷ বছর শেষ হওয়ার আগে অর্থাৎ ৩০ ডিসেম্বর ২০১৭-এর আগে গ্রাম না ছাড়লে কোনও ভয়ঙ্কর ফলাফলের জন্য তৈরি থেকো ৷’

পোস্টারে অভিভাবক হিসেবে গোরক্ষপুরের এক বিজেপি সাংসদের নাম উল্লেখ করা হয়েছে ৷ একইসঙ্গে পোস্টার অনুযায়ী এলাকার ‘হিন্দু বাসিন্দাদের’ তরফে মুসলিমদের হুঁশিয়ার করা হচ্ছে ৷

ওই এলাকায় ২০০ টি গ্রামে প্রায় ২,৫০০ মুসলিম পরিবারের বাস ৷ মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক এমন পোস্টারে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হতে পারে বলে আতঙ্কিত গ্রামবাসীরা ৷ স্থানীয় বাসিন্দাদের মতে, ১২ মার্চ রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত গোটা এলাকায় এই পোস্টার লাগিয়ে যায় ৷ সোমবার সকালে এই পোস্টার নজরে আসতেই চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷ গ্রামের প্রবীণ ও অভিজ্ঞতা সম্পন্ন বুদ্ধিজীবীরা কোনওরকম হিংসা ছড়িয়ে পড়ার আগে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ৷

ইতিমধ্যেই খবর পেয়ে পুলিশ ওই এলাকায় পৌঁছে সমস্ত পোস্টার সরিয়ে দেয় ৷ একইসঙ্গে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর উদ্দেশ্যে পোস্টারিংয়ের কারণে অজ্ঞাত ব্যক্তির নামে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ ৷

First published: March 16, 2017, 6:12 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर