#আগরতলা: পোস্টাল ব্যালেটে ভোটগ্রহণ শুরু হল ত্রিপুরায় ৷ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহন প্রক্রিয়া ৷ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত সব বিধানসভা কেন্দ্রের ভোট হচ্ছে রাজধানীর উমাকান্ত একাডেমিতে।
এদিন পোস্টাল ব্যালটের মাধ্যমে মূলত পুলিশসহ আধা সামরিক বাহিনীর কর্মীরা ভোট দিয়েছেন ৷
জেলাশাসক তথা রিটার্নিং অফিসার মিলিন্দ রামটেক জানিয়েছেন ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রক্রিয়া ৷ ভোটগ্রহণের সময় বিশৃঙ্খলা দেখা যায় ৷ ভোগ্রহণ কেন্দ্রের গেটের সামনে ভোট দিতে আসা কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানানো হলে তিনি জানান, তারা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে ৷ তিনি আরও জানান প্রথম দিন বলে কিছু সমস্যা দেখা দেয় তবে আগামী দিনে তা আর হবে না বলেই আশ্বাস দিয়েছেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assembly Election 2018, Assembly Elections 2018, Postal Ballot Vote, Tripura, Tripura Election 2018